কানাইঘাট নিউজ ডেস্ক :
'পাকিস্তানে
এসে শতরান করে দেখাও', বিরাট কোহলিকে এই চ্যালেঞ্জই দিয়েছিলেন বর্তমান পাক
কোচ মিকি আর্থার। ৪৮ ঘণ্টাও কাটল না, আর্থারের চ্যালেঞ্জ ফুৎকারে উড়িয়ে
দিয়ে কোহলিকে বিশ্বসেরা ব্যাটসম্যানের তকমা দিলেন পাকিস্তান ক্রিকেটের
অন্যতম গ্রেট জাভেদ মিয়াঁদাদ।
কেবল গুড বললে কম বলা হবে, বিরাট কোহলি গ্রেটই। আন্তর্জাতিক ক্রিকেটে ৫৫টি শতরান অর্জন করা বিরাটকে নিয়ে জাভেদ মিয়াঁদাদ বলেন, 'কোহলির ব্যাটিং পদ্ধতির জন্যই ও ধারাবাহিক ভাবে রান করছে। আমার চোখে কোহলি একজন গ্রেট ব্যাটসম্যান। বোলারের শক্তি এবং দুর্বলতাকে চটজলদি পড়ে নিয়ে নিজের টেকনিক বদল করে নিতে পারে কোহলি। আর এই কারণেই বিরাট কোহলি জিনিয়াস, বিশ্বের সেরা ব্যাটসম্যান।'
বিরাটের ব্যাটিং টেকনিক নিয়ে যারা এখনও সমালোচনা করেন, তাদের একহাত নিয়ে জাভেদ মিয়াঁদাদ এও বলেন, 'যদি কোনও ব্যাটসম্যানের টেকনিকে গণ্ডগোল থাকে তাহলে সে একটা দুটো ম্যাচেই রান করতে পারবে। ধারাবাহিকভাবে রান করা সম্ভব নয়।'
এবার উদ্ধত বিরাটের সঙ্গে এবার যোগ হল নৃশংস বিশেষণও। বিরাটকে ভিভের (স্যার ভিভিয়ান রিচার্ডস) মতোই 'নৃশংস' বলছেন ক্যারিবিয়ান দ্বীপের ক্রিকেট স্রষ্টাদের অন্যতম সেরা আলভিন কালিচরন। প্রাক্তন এই ক্যারিবিয়ান অধিনায়ক বলছেন, 'বিরাটের মনোভাব ভিভের মতই নৃশংস'। অধিনায়ক বিরাটের প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন এই ক্যারিবিয়ান ক্রিকেটার। কালিচরন আরও বলছেন, ভারতে এর আগে কেবল কপিল দেবকেই এমন ভয়ডরহীন ভাবে অধিনায়কত্ব করতে দেখেছেন তিনি। ৫ বোলার আর ৫ ব্যাটসম্যান নিয়ে টেস্ট খেলার যে সাহস বিরাট ওয়ান্ডারার্সে দেখিয়েছে, তারও তারিফ শোনা গিয়েছে কালিচরনের মুখে।
সম্প্রতি টাইমস অব ইন্ডিয়া-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'বিরাট কোহলি তথাকথিতদের মত নয়। নিজের সিদ্ধান্ত নিয়ে বরাবরই আত্মবিশ্বাসী থেকেছে বিরাট।' এরপরই বিরাটের ক্রিকেটীয় মনোভাবের কথা প্রসঙ্গে ভিভের কথায় ফেরেন কালিচরন। প্রথমে তুলনা করতে না চাইলেও বিরাটের আগ্রাসনকে সঠিকভাবে বিশ্লেষণ করতে শেষ পর্যন্ত ভিভিয়ান রিচার্ডসকেই আধার করতে হয় তাকে। তিনি বলেন, 'দুজনেই খুব পরিশ্রমী এবং আগ্রাসী। অধিনায়ক হিসেবে বিরাট সফল। ব্যাটিং অনবদ্য, রানের খিদে রয়েছে বিরাটের। ওর ধারাবাহিকতা বিস্ময়কর।' সূত্র: জি নিউজ
কেবল গুড বললে কম বলা হবে, বিরাট কোহলি গ্রেটই। আন্তর্জাতিক ক্রিকেটে ৫৫টি শতরান অর্জন করা বিরাটকে নিয়ে জাভেদ মিয়াঁদাদ বলেন, 'কোহলির ব্যাটিং পদ্ধতির জন্যই ও ধারাবাহিক ভাবে রান করছে। আমার চোখে কোহলি একজন গ্রেট ব্যাটসম্যান। বোলারের শক্তি এবং দুর্বলতাকে চটজলদি পড়ে নিয়ে নিজের টেকনিক বদল করে নিতে পারে কোহলি। আর এই কারণেই বিরাট কোহলি জিনিয়াস, বিশ্বের সেরা ব্যাটসম্যান।'
বিরাটের ব্যাটিং টেকনিক নিয়ে যারা এখনও সমালোচনা করেন, তাদের একহাত নিয়ে জাভেদ মিয়াঁদাদ এও বলেন, 'যদি কোনও ব্যাটসম্যানের টেকনিকে গণ্ডগোল থাকে তাহলে সে একটা দুটো ম্যাচেই রান করতে পারবে। ধারাবাহিকভাবে রান করা সম্ভব নয়।'
এবার উদ্ধত বিরাটের সঙ্গে এবার যোগ হল নৃশংস বিশেষণও। বিরাটকে ভিভের (স্যার ভিভিয়ান রিচার্ডস) মতোই 'নৃশংস' বলছেন ক্যারিবিয়ান দ্বীপের ক্রিকেট স্রষ্টাদের অন্যতম সেরা আলভিন কালিচরন। প্রাক্তন এই ক্যারিবিয়ান অধিনায়ক বলছেন, 'বিরাটের মনোভাব ভিভের মতই নৃশংস'। অধিনায়ক বিরাটের প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন এই ক্যারিবিয়ান ক্রিকেটার। কালিচরন আরও বলছেন, ভারতে এর আগে কেবল কপিল দেবকেই এমন ভয়ডরহীন ভাবে অধিনায়কত্ব করতে দেখেছেন তিনি। ৫ বোলার আর ৫ ব্যাটসম্যান নিয়ে টেস্ট খেলার যে সাহস বিরাট ওয়ান্ডারার্সে দেখিয়েছে, তারও তারিফ শোনা গিয়েছে কালিচরনের মুখে।
সম্প্রতি টাইমস অব ইন্ডিয়া-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'বিরাট কোহলি তথাকথিতদের মত নয়। নিজের সিদ্ধান্ত নিয়ে বরাবরই আত্মবিশ্বাসী থেকেছে বিরাট।' এরপরই বিরাটের ক্রিকেটীয় মনোভাবের কথা প্রসঙ্গে ভিভের কথায় ফেরেন কালিচরন। প্রথমে তুলনা করতে না চাইলেও বিরাটের আগ্রাসনকে সঠিকভাবে বিশ্লেষণ করতে শেষ পর্যন্ত ভিভিয়ান রিচার্ডসকেই আধার করতে হয় তাকে। তিনি বলেন, 'দুজনেই খুব পরিশ্রমী এবং আগ্রাসী। অধিনায়ক হিসেবে বিরাট সফল। ব্যাটিং অনবদ্য, রানের খিদে রয়েছে বিরাটের। ওর ধারাবাহিকতা বিস্ময়কর।' সূত্র: জি নিউজ
খবর বিভাগঃ
খেলাধুলা
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়