Sunday, February 4

সত্যিকারের আউলিয়া কেরামদের প্রতি মুহব্বত রাখা ঈমানের দাবি --আল্লামা গিয়াস উদ্দিন চৌধুরী

কানাইঘাট নিউজ ডেস্ক:
 আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র) এর সুযোগ্য ছাহেব জাদা আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী বলেন ,সত্যিকারের আউলিয়াদের প্রতি মুহব্বত রাখা ঈমানের দাবি। কেউ কেউ আল্লাহ ও তাঁর হাবীব (সাঃ)এবং সত্যিকারের আউলিয়ায়ে কেরামদের প্রতি মুহব্বত রাখে অপরদিকে যারা ইসলামের অপব্যাখা করে ও হক্কানী পীর মাশায়েখদের সাথে দুশমনি রাখে তাদের সাথে ও সম্পর্ক রক্ষা করে। এভাবে উভয় কুল রক্ষা করে ঈমান পূর্ন হয়না। 

মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী আজ রবিবার সড়কের বাজার কুমাইরমাটি হযরত শাহজালাল (রহ) ইবতেদায়ী হাফিজিয়া মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। আল ইসলাহ নেতা মাওলানা আহমদ রাজা ও ৩নংদিঘীরপার পূর্ব ইউপি সদস্য এবাদুর রহমানের সভাপতিত্বে মাদরাসা কমিটির অন্যতম সদস্য মাওলানা সালিম আহমদের পরিচালনায় অনুষ্টিত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,জকিগনজ ফাযিল সিনিয়র মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা মুশাহিদ কামালী,বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আব্দুর রহিম বুলবুলে কামালী,ইছামতি কামিল মাদরাসার আরবী প্রভাষক মাওলানা ওয়ারীছ উদ্দিন তাপাদার,আনজুমানে আল ইসলাহ কানাইঘাট উপজেলা সভাপতি মাওলানা হাফিজ ফারুক আহমদ সাধারণ সম্পাদক,মাওলানা আল আমীন সিদ্দিকী,সড়কের বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা আব্দুল আহাদ। 
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা এবাদুর রহমান,কানাইঘাট উপজেলা তালামীযের সাবেক সভাপতি মাওলানা নিজাম উদ্দিন,বর্তমান সভাপতি মতিউর রহমান মতিন,০৪ নং সাতবাক ইউপি আল ইসলাহ সভাপতি মাওলানা রাশিদ আলী,আল ইসলাহ নেতা হাঃ আলী রাজা,হাঃ আব্দুল আহাদ,হাঃ সুলতান আহমদ,মাওলানা হুসাইন আহমদ,হাঃ আব্দুল কাহির,০৩ নং দিঘির ইউপি তালামীয সেক্রেটারী সায়াদ আহমদ,শাহাব উদ্দিন তালুকদার,শিব্বির আহমদ,প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়