Tuesday, February 6

কানাইঘাট লোভাছড়া কোয়ারিতে অভিযান ! লিস্টার মেশিন ধ্বংস

নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট লোভাছড়া পাথর কোয়ারিতে অবৈধভাবে বিশাল বিশাল গর্ত তৈরি করে ইজারার শর্ত অমান্য করে যান্ত্রিক পদ্ধতিতে পাথর উত্তোলনের দায়ে গত সোমবার সতিপুর এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুসিকান্ত হাজং বেশ কয়েকটি লিস্টার মেশিন আগুনে পুড়ে ধ্বংস করেছেন। কোয়ারিতে অবৈধ ভাবে পাথর উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান চললেও অসাধু পাথর খেকো চক্র প্রশাসনের অভিযান শেষ হলে আবারো পাথর উত্তোলন শুরু করে। বিশেষ করে রাতের বেলা কোয়ারির সাউদগ্রাম, ভাল্লুকমারা চর, কান্দলা থেকে ফেলুডার, এক্সলেভেটর দিয়ে দিঘীরমতো গর্ত করে পাথর উত্তোলন করা হচ্ছে। গত সোমবার দুপুরে সহকারী কমিশনার ভূমি লুসিকান্ত হাজং কানাইঘাট থানা পুলিশের সহযোগিতায় সতিপুর এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ ভাবে গর্ত তৈরি করে পাথর উত্তোলনকালে বেশ কয়েকটি লিস্টার মেশিন ধ্বংস ও আগুন ধরিয়ে পুড়িয়ে দেন। প্রশানের অভিযান মাঝে মধ্যে নানা কারণে ঝিমিয়ে পড়লে এই সুযোগে প্রশাসনকে ম্যানেজ করার জন্য কোয়ারি কেন্দ্রীক একটি সিন্ডিকেট চক্র প্রশাসনকে ম্যানেজ করার জন্য পাথর ব্যবসায়ী ও যারা গর্ত তৈরি করে ইজারার শর্ত অমান্য পাথর উত্তোলন করে থাকেন, তাদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। স্থানীয় সচেতন মহল কোয়ারি এলাকায় প্রশাসনের অভিযান আরো জোরদার এবং সরকারি রাস্তা বিলীন করে যারা সেখান থেকে পাথর উত্তোলন করে এলাকাকে বিপর্যয়ের দিকে ফেলে দিচ্ছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন। এই ব্যাপারে নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, লোভাছড়া পাথর কোয়ারি এলাকায় ইজারা বর্হিভুত পাথর উত্তোলন বন্ধে প্রশাসনের নিয়মিত অভিযান চলছে। এলাকার পরিবেশ বিপর্যয়ের হাত থেকে রক্ষা করার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে সব ধরনের ব্যবস্থা গ্রহণের জন্য পরিবেশ অধিদপ্তরের কাছে নামের তালিকা দেয়া হয়েছে। শুধুমাত্র প্রশাসনের অভিযানে অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধ করা সম্ভব নয়, এজন্য সবাইকে সোচ্চার ভূমিকা পালন করতে হবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়