Tuesday, February 6

রোহিঙ্গাদের দেখতে কক্সবাজার যাচ্ছেন সুইস প্রেসিডেন্ট

2.jpg


কানাইঘাট নিউজ ডেস্ক :
বাংলাদেশ সফররত সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট আঁলা বেরসে রোহিঙ্গাদের দেখতে কক্সবাজার যাবেন আজ।

আজ মঙ্গলবার সকাল ১০টায় কক্সবাজারে পৌঁছানোর কথা রয়েছে তার।

কক্সবাজারের পৌঁছে, প্রথমে সদর হাসপাতাল পরিদর্শন করবেন সুইস প্রেসিডেন্ট। কথা বলবেন চিকিৎসাধীন রোহিঙ্গাদের সঙ্গে। সেখান থেকে যাবেন কুতুপালং রোহিঙ্গা শিবির পরিদর্শনে। বিকেলে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তিনি।

গতকাল সোমবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট আঁলা বেরসে। রোহিঙ্গা পুনর্বাসনে অতিরিক্ত ১০৭ কোটি ৪৯ লাখ টাকা সহায়তার ঘোষণা দেন তিনি।

সন্ধ্যায় যোগ দেন রাষ্ট্রপতি আবদুল হামিদের দেয়া নৈশভোজে। চারদিনের সফরে রোববার বাংলাদেশে আসেন সুইস প্রেসিডেন্ট আঁলা বেরসে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়