নিজস্ব প্রতিবেদক:
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাজার রায় রাজনৈতিক প্রতিহিংসা মূলক অবহিত করে দলের ঘোষিত দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচীর অংশ হিসেবে শুক্রবার বাদ জুমআ কানাইঘাট চতুল বাজারে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বাদ জুমআ বড়চতুল ইউপি বিএনপির সভাপতি আব্দুন নুরের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বাজারে বের হয়। খবর পেয়ে তাৎক্ষণিক কানাইঘাট থানা পুলিশ চতুল বাজারে গেলে বিএনপি নেতাকর্মীরা তড়িঘড়ি মিছিল শেষ করে বাজার থেকে চলে যায়। এছাড়া কানাইঘাট বাজার ও গাছবাড়ী বাজার, সড়কের বাজার সহ বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করার কারণে বিএনপি নেতাকর্মীরা কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচী উপজেলা সদরে পালন করে পারেনি।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়