কানাইঘাট নিউজ ডেস্ক:
যুক্তরাজ্যের বার্মিংহামের প্রবাসে বেড়ে উঠা বাঙালী নব প্রজন্মের
শিশু-কিশোরদের বাংলা ভাষা শেখা,লিখা ও পড়ার বিষয়ে আগ্রহী করতে বাংলা
গণমাধ্যমকর্মীদের সংগঠন"একটু অন্যরকম" গ্রুপের উদ্যোগে যাত্রা শুরু
হওয়া"একটু অন্যরকম বাংলা স্কুল" এর কার্যক্রম পরিদর্শনে আসেন এই বাংলা
স্কুলের প্রধান উপদেষ্টা বৃটিশ বাংলাদেশী শিল্পপতি এম জাকির হুসেইন। তিনি
আজ ভাষার মাসের প্রথম রবিবার স্কুল চলাকালীন সময়ে স্কুলের কার্যক্রম
পরিদর্শন করেন।
এসময় স্কুলের কার্যক্রম দেখে তিনি অভিভূত হয়েছেন এবং স্কুল কর্তৃপক্ষসহ
সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্কুল পরিদর্শনকালে তার সাথে উপস্থিত ছিলেন স্কুল কমিটির সভাপতি,টি ভি ওয়ান
রির্পোটার-আমিরুল ইসলাম বেলাল,স্কুল কমিটির সেক্রেটারী,বাংলাকাগজ
প্রতিনিধি-কাবিরুল ইসলাম,উদ্যোক্তা,যমুনা টি ভি প্রতিনিধি-রিয়াদ আহাদ,এ টি
এন বাংলা প্রতিনিধি জয়নাল ইসলাম,চ্যানেল এস প্রতিনিধি রাজু আহমদ ও শিক্ষিকা
বৃন্দ।(বিজ্ঞপ্তি)
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়