Monday, February 5

বড়চতুল ইউনিয়ন প্রবাসী ফোরাম এর সভা অনুষ্ঠিত

কানাইঘাট নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার বড়চতুল ইউনিয়নের হত দরিদ্র মানুষের কল্যানে নির্মিত বড়চতুল ইউনিয়ন প্রবাসী ফোরাম এর মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে । রবিবার গ্রিস এর রাজধানী এথেন্স এ আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কামাল আহমদ এবং পরিচালনা করেন আবদুল্লাহ বাহার । এসময় বক্তব্য রাখেন লোকমান উদ্দিন, আলমগীর হোসেন , জহির উদ্দিন , কাওসার আহমেদ , আলমাস উদ্দীন , আলমগীর সহ গ্রীসে বসবাসরত বড়চতুল ইউনিয়নের প্রবাসীরা । এসময় বক্তারা বলেন শুধু সরকার উন্নয়ন করবে এরকম চিন্তা না রেখে সমাজের বিত্তশালীরা আন্তরিকতার মাধ্যমে সমাজের দুস্থ মানুষের পাশে দাড়ালেই সমাজে অভাব থাকবে না । তারা বলেন বড়চতুল ইউনিয়ন প্রবাসী ফোরাম সারা বিশ্বে ছড়িয়ে থাকা বড়চতুল এলাকার প্রবাসীদের নিয়ে এলাকাকে দারিদ্রমুক্ত করবে ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়