নিজস্ব প্রতিবেদক:
আগামী ৮ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়কে সামনে রেখে এবং সোমবার খালেদা জিয়ার সিলেট আগমনকে কেন্দ্র করে কানাইঘাট থানা পুলিশ বিএনপি ও জামাতের ৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে।
গত রবিবার রাত এবং সোমবার থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে কানাইঘাট পৌর বিএনপির সভাপতি পৌর কাউন্সিলর শরিফুল হককে সোমবার দুপুর ১২টার দিকে কানাইঘাট পূর্ব বাজার থেকে গ্রেফতার করে পুলিশ।
এছাড়া রবিবার রাতে পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কানাইঘাট ঝিঙ্গাবাড়ী ইউপির ইউপি সদস্য বিএনপি নেতা সাঈদুল হক, গাছবাড়ী বাজারের ফার্মেসী ব্যবসায়ী জামাত নেতা ডাক্তার আব্দুর রকিব, বীরদল আগফৌদ গ্রামের বিএনপি কর্মী ফরিদ আহমদকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কানাইঘাট থানায় দায়েরকৃত পৃথক ২টি নাশকতামূলক মামলার অজ্ঞাতনামা আসামী দেখিয়ে সোমবার আদালতে সোপর্দ করা হয়।
এদিকে ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়কে সামনে রেখে নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে থানা পুলিশ বিএনপি নেতাকর্মীদের আটক করতে বিভিন্ন স্থানে অভিযান শুরু করেছে। পুলিশি গ্রেফতার ভয়ে অনেক নেতাকর্মী আত্মগোপনে রয়েছেন।
উপজেলা বিএনপির নেতৃবৃন্দ জানিয়েছেন বেগম খালেদা জিয়ার আগমন উপলক্ষে বাস গাড়ী যোগে দলীয় নেতাকর্মীদের নিয়ে সিলেট যাওয়ার পথে পৌর বিএনপির সভাপতি শরিফুল হককে পুলিশ গ্রেফতার করে। তাদের অভিযোগ বেশ কয়েকটি গাড়ী যোগে দলীয় নেতাকর্মীদের নিয়ে সিলেট যাওয়ার সময় গাড়ী আটকে দেয় পুলিশ। তারপরও শত শত নেতাকর্মী বিকল্প অবস্থায় বেগম খালেদা জিয়ার আগমন উপলক্ষে সিলেটে গিয়েছেন।
কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ জানিয়েছেন, নাশকতা মূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অপরাধে বিএনপি ও জামায়াতের ৪ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। খালেদা জিয়ার রায়কে ঘিরে কেউ নাশকতা মূলক কর্মকাণ্ডে লিপ্ত থাকলে তা কঠোর হস্তক্ষেপে প্রতিরোধ ও জড়িতদের গ্রেফতার করা হবে।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়