নিজস্ব প্রতিবেদক:
বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে কানাইঘাট পৌর শহরের চিত্র শান্ত থাকলেও উপজেলার গাছবাড়ী বাজারে পুলিশের সাথে বিএনপি সমর্থকদের মৃদু ধাওয়া পাল্টা ধাওয়ার খবর পাওয়া গেছে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় প্রকাশের পূর্বে বেলা ১টায় গাছবাড়ী বাজারে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়ে মিছিলের প্রস্তুতি নিলে পুলিশ তাদের বাঁধা দেয়। একপর্যায়ে পুলিশ নেতাকর্মীদের লাঠি চার্জ করে ছত্রভঙ্গ করে সেখান থেকে দুই ছাত্রদল কর্মী সহ তিনজনকে আটক করে। পরে সংঘর্ষের খবর পেয়ে বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা বিজিবিকে নিয়ে গাছবাড়ী বাজার, সড়কের বাজার এলাকা পরিদর্শন করেন। এদিকে খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে পৌর শহর, গাছবাড়ী বাজার, সড়কের বাজার সহ গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তবে রায়কে কেন্দ্র করে কোন ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। অপরদিকে সকাল থেকে পৌর শহরের বাজার পয়েন্টে ও পূর্ব বাজারে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অবস্থানের পাশাপাশি পৌর এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা মোটর সাইকেল দিয়ে মহড়া দিতে দেখা গেছে।
রায়ে খালেদা জিয়ার ৫ বছরের সাজার ঘোষণার পরই ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা পৌর শহরে মিষ্টি বিতরণ করে উল্লাশ প্রকাশ করে। নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা জানিয়েছেন, খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে গাছবাড়ী বাজারে সংঘর্ষের খবর পেয়ে তিনি সেখানে যান। পরিস্থিতি উপজেলায় শান্ত রয়েছে। কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ জানান, খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে কানাইঘাটের কোথাও কোন ধরনের নাশকতা মূলক কর্মকান্ড সংঘটিত হয়নি। গাছবাড়ী বাজারে বিএনপির নেতাকর্মীরা বিশৃঙ্খলা তৈরি করার জন্য মিছিলের প্রস্তুতি নিলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয় এবং তিনজনকে আটক করা হয়েছে।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়