Tuesday, February 13

কানাইঘাটে পল্লী বিদ্যুৎ ওয়্যারিং ইন্সপেক্টরের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কানাইঘাট জোনাল অফিস শাখার ওয়্যারিং ইন্সপেক্টর শিমুল বড়ুয়ার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। বিভিন্ন সূত্রে জানা যায়, সরকারী ভাবে উপজেলা ব্যাপী পল্লী বিদ্যুতের নতুন গ্রাহকদের মিটার সংযোগে তার মনোনীত দালালদের দিয়ে মোটা অংকের টাকা গ্রাহকদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছেন। রাজাগঞ্জ ইউপির মতিন ও দিঘীরপাড় পূর্ব ইউপির আলিম উদ্দিনসহ দালাল চক্র গ্রাহকদের কাছ থেকে নতুন মিটার ও বিদ্যুৎ সংযোগ দেয়ার জন্য বিভিন্ন ধরনের অনিয়ম-দুর্নীতির আশ্রয় নিয়ে নগদ উৎকোচ গ্রহণ করছে ইন্সপেক্টর শিমুল বড়ুয়ার মনোনীত দালাল চক্র। সরেজমিনে গিয়ে দেখা যায়, শিমুল বড়ুয়া ও তার দালাল সিন্ডিকেট নিয়ে অবৈধ উপায়ে বিভিন্ন মিটারের আবেদন কানাইঘাট জোনাল অফিসের ডিজিএম নজরুল ইসলাম মোল্লার কোন ধরনের অনুমোদন ও স্বাক্ষর না নিয়ে নতুন গ্রাহকদের মিটার দেয়ার জন্য অফিসে ফাইল জমা দিয়ে রাখেন শিমুল বড়ুয়া। ৩/৪ মাস পূর্বের গ্রাহকদের মিটারের আবেদন পড়ে থাকলেও তাদেরকে মিটার সংযোগ না দিয়ে যারা শিমুল বড়ুয়া ও তার মনোনীত দালাল চক্রকে টাকা দিলে সেই সকল গ্রাহকদের মিটার আগে সংযোগ দেয়া হয়। এভাবে শিমুল বড়ুয়া পল্লী বিদ্যুৎ মিটার প্রাপ্ত গ্রাহকদের কাছ থেকে নামে বেনামে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছেন। এতে করে এলাকায় সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। ঘরে ঘরে সরকারীভাবে বিদ্যুৎ দেয়ার প্রধানমন্ত্রীর যে অঙ্গীকার তা বাঁধাগ্রস্ত হচ্ছে। এমনকি শিমুল বড়ুয়া তার নির্ধারিত দালালদের নিয়ে নতুন গ্রাহকদের আবেদন তদন্ত করে আর্থিক চুক্তি করার জন্য গ্রাহকদের বাড়ি বাড়ি পাঠানোরও অভিযোগ রয়েছে। কানাইঘাট জোনাল অফিসের ডিজিএম নজরুল ইসলাম মোল্লা কর্মক্ষেত্রে অফিসে উপস্থিত থাকা সত্ত্বেও তারিখ বদল করে, পিছনের তারিখ দেখিয়ে গ্রাহকদের অনুপস্থিতিতে ক্যাশ মার্ক করে টাকা জমা করে রাখে, যা পল্লীবিদ্যুৎ আইনে নিয়ম বর্হিভূত। প্রত্যেক গ্রাহক স্ব শরীরে পল্লীবিদ্যুৎ কার্যালয়ে উপস্থিত হয়ে আবেদন দাখিল করার নিয়ম থাকলেও শিমুল বড়ুয়া মিটার সংযোগ দেয়ার নামে বাড়ীতে বাড়ীতে গিয়ে তার দালাল চক্রের মাধ্যমে অতিরিক্ত টাকা গ্রহণ করে গোপনে বিদ্যুৎ সংযোগ দিয়ে থাকে। জানা গেছে, নানা অনিয়ম দুর্নীতির কারনে গত বৃহস্পতিবার শিমুল বড়ুয়াকে কানাইঘাট জোনাল অফিস থেকে অন্যত্র বদলীর আদেশ আসার পরও কানাইঘাটে থাকার জন্য উপর মহলে অনেক তদবির চালিয়ে যাচ্ছে তিনি। এ ব্যাপারে ডিজিএম নজরুল ইসলাম মোল্লার সাথে কথা হলে তিনি বলেন, পল্লীবিদ্যুৎ সমিতির মতিন ও আলিম উদ্দিনসহ এসব দালালরা পল্লী বিদ্যুৎ সমিতির কেউ নয়। দালালদের মাধ্যমে কোন কাজ আমাদের অফিসে হচ্ছে না, যদি হয় এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ওয়্যারিং ইন্সপেক্টর শিমুল বড়ুয়াকে গত রবিবার বিকেল ৪টায় তার কার্যালয়ে ডেকে এনে কাগজপত্র যাচাই করলে গড়মিল ধরা পড়ে। তিনি এব্যাপারে তদন্ত পূর্বক শিমুল বড়ুয়ার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে স্থানীয় সাংবাদিকদের জানান। শিমুল বড়ুয়ার সাথে কথা হলে তিনি বলেন, আমি কানাইঘাটে দীর্ঘদিন ধরে কর্মরত রয়েছি, যেসব অভিযোগ আমার বিরুদ্ধে আনা হচ্ছে তা সত্য নয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়