Tuesday, February 6

রাশিয়ায় ৬০ বছরের সর্বোচ্চ তুষারপাত

1.jpg


কানাইঘাট নিউজ ডেস্ক :
রাশিয়ায় গত এক সপ্তাহে ৬০ বছরের মধ্যে সর্বোচ্চ তুষারপাত রেকর্ড করা হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, গত ৫ দিনে মস্কোয় ১৫ ইঞ্চি তুষারপাত হয়েছে। যা গত বছরের পুরো ফেব্রুয়ারি মাসের তুলনায় দ্বিগুণ।

এ পরিস্থিতিতে দেশটির রাজধানীর বিমানবন্দরে শতাধিক ফ্লাইটের সিডিউল পরিবর্তনের পাশাপাশি ৩০টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।

রাস্তায় জমে থাকা বরফ পরিষ্কারে কাজ করছে প্রায় ৭০ হাজার পরিচ্ছন্নতাকর্মী। এছাড়া তুষারপাতের কারণে বেশ কয়েকটি সড়ক দুর্ঘটনার খবর পাওয়া গেছে।

এসব দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। গত রোববার তুষারঝড়ের কবলে পড়ে একজনের মৃত্যু হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়