Saturday, February 3

রোববার থেকে কার্যকর হচ্ছে আমিরাতের নতুন ভিসা নীতি

4e09503162eb210f92c458d5cdc59cd8.jpg

কানাইঘাট নিউজ ডেস্ক :
সংযুক্ত আরব আমিরাতের কর্ম ভিসা পেতে আবেদনের সঙ্গে ‘ভালো আচরণের সনদপত্র’ জমা দেয়ার যে নতুন বিধান করা হয়েছে তা কার্যকর হচ্ছে রোববার থেকে।

ভিসার জন্য নতুন এই বিধিমালা কার্যকরের ঘোষণা দেয় চলতি বছরের শুরুর দিকে দেশটির উচ্চ-পর্যায়ের একটি প্যানেল কমিটি কর্ম।

উচ্চ পর্যায়ের ওই প্যানেলের সিদ্ধান্ত বাস্তবায়নে গত সোমবার অনুমোদন পায়। আগামীকাল থেকে (রোববার, ৪ ফেব্রুয়ারি) সেই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে।

কমিটি বলছে, সংযুক্ত আরব আমিরাতের ভিসার জন্য যারা আবেদন করবেন, তারা অবশ্যই ভালো আচরণের সনদপত্র সংগ্রহের পর জমা দেবেন। নিজ দেশ থেকে অথবা সর্বশেষ যে দেশে পাঁচ বছর কাটিয়েছেন সেদেশের কর্তৃপক্ষের কাছে থেকে ভালো আচরণের সনদপত্র সংগ্রহ করতে হবে।

পরে ভিসার আবেদনের সঙ্গে বিদেশে থাকা আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক কূটনৈতিক মিশন অথবা কাস্টমার হেপিনেস সেন্টারে জমা দিতে হবে।

নিরাপদ সমাজব্যবস্থা তৈরির উদ্দেশ্যে নতুন এই বিধান। তবে যারা ট্যুরিস্ট ভিসা নিয়ে দেশটিতে যাবেন তাদের জন্য নতুন এই বিধান প্রযোজ্য নয়।

সূত্র : খালিজ টাইমস।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়