Saturday, February 24

কানাইঘাট উমরগঞ্জে ২দিন ব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল

কানাইঘাট নিউজ ডেস্ক: আগামী ২৬,২৭ ফেব্রুয়ারি কানাইঘাট উপজেলা সদরের উমরগঞ্জে শায়খ ওলিউর রহমান (রহ:) স্মৃতি পরিষদের উদ্যোগে স্হানীয় উমরগঞ্জ মাদরাসা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১০ম তাফসিরুল কোরআন মাহফিল। ভারতীয় উপমহাদেশের অন্যতম শ্রেষ্ট আলেম আল্লামা ইব্রাহিম আলী তশ্না (রহ:) এর স্মৃতি বিজড়িত জনপদে ২দিন ব্যাপী আয়োজিত এই তাফসির মাহফিলে সিলেট জেলাভিত্তিক হিফজুল কুরআন প্রতিযোগিতা ও বাংলাদেশের সর্বপ্রথম বুখারী শরীফসহ চারটি হাদীসগন্হ মুখস্তকারী হাফেজ মুহিব্বুল্লাহ সিরাজীকে সংবর্ধনা প্রদান করা হবে। আল্লামা ইব্রাহিম তশ্না (রহ:) এর সাহেবজাদা শায়খ ওলিউর রহমান (রহ:) এর নামানুসারে গঠিত পরিষদের ১০ম তাফসিরুল কুরআন মাহফিলের ১ম দিনে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করবেন বিশ্ববরেণ্য আলেমে দ্বীন, বাংলাদেশ ইসলামি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ঐতিহ্যবাহী জামেয়া ক্বাসেমিয়া নরসিংদী কামিল মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল সাইয়্যেদ কামালুদ্দীন আব্দুল্লাহ জাফরী। তাফসির পেশ করবেন মুফাসসিরে কুরআন মাওলানা আবু তায়্যিব (সৎপুরী), হাফেজ মাওলানা রায়হান উদ্দিন (আমেরিকা), পীরে কামিল মাওলানা আব্দুল গফফার (রায়গড়ী), মাওলানা সোয়াইব আহমদ আশরাফী (হবিগঞ্জ)। তাফসিরের ২য় দিন প্রধান অতিথির আলোচনা পেশ করবেন চট্রগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব আওলাদে রাসুল (সা:) হযরতুল আল্লাম সাইয়্যেদ আনোয়ার হোসাইন তাহের জাবিরী আল-মাদানী। তাফসির পেশ করবেন দেশবরেণ্য মুফাসসির মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী (পীর সাহেব, টেকেরহাট, মাদারীপুর), আমেরিকার কার্লিফোনিয়া ইসলামিক সেন্টারের শাহ ময়নুল ইসলাম ফারুকী, পীরে কামিল মাওলানা রশিদুর রহমান ফারুক (সাহেবজাদায়ে বরুণী), প্রখ্যাত মুফাসসিরে কুরআন প্রিন্সিপাল মাওলানা হাফিজুর রহমান (অধ্যক্ষ, ঝিংগাবাড়ী ফাযিল মাদরাসা) এবং কালামে পাক থেকে তেলাওয়াত পরিবেশন করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারী হাফেজ খোবায়বুল হক তানিম (ঢাকা)। এছাড়াও ২দিন ব্যাপি এ তাফসিরে সিলেটের বরেণ্য উলামায়ে কেরামগণ মহাগ্রন্হ আল কোরআন থেকে আলোচনা পেশ করবেন। শায়খ ওলিউর রহমান (রহ:) স্মৃতি পরিষদের ১০ম এ তাফসিরুল কোরআন মাহফিলে বিশেষ মেহমান হিসেবে উপস্হিত থাকবেন এটিএন বাংলার ভাইস প্রেসিডেন্ট মুস্তাফিজুর রহমান, বিসমিল্লাহ হেলপি হ্যান্ডসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুশ শুকুর সিদ্দিকী, কানাইঘাট এসোসিয়েশন লন্ডনের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম। সভাপতিত্ব করবেন শায়েখ ওলিউর রহমান স্মৃতি পরিষদের প্রধান উপদেষ্টা শায়খুল হাদীস আব্দুল্লাহ (ছোটদেশী), পরিষদের উপদেষ্টা মাওলানা হুদুর রহমান (ঢালাইছরি), শায়খুল হাদীস মাওলানা ইলিয়াস এবং হাফেজ নাজমুল ইসলাম ফারুকী। পরিষদের ঘোষণা অনুযায়ী প্রতিদিন দুপুর ১২ ঘটিকা থেকে মধ্যরাত পর্যন্ত মাহফিল চলবে। উক্ত মহতি মাহফিলে উপস্হিত হতে সর্বস্হরের তৌহিদী জনতাকে শায়েখ ওলিউর রহমান (রহ:) স্মৃতি পরিষদের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে।(বিজ্ঞপ্তি)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়