নিজস্ব প্রতিবেদক:কানাইঘাটের লোভাছড়া পাথর কোয়ারিতে পাথর চাপায় ফরহান উল্লাহ(৫৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। তিনি সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার কাইলা গ্রামের মৃত আমান উল্লাহর ছেলে। শনিবার সকাল সাড়ে ৭টায় লোভাছড়া পাথর কোয়ারির সাউদগ্রামে পাথরের চাকা ধ্বসে এঘটনা ঘটে। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাদের পরিচয় এখনো জানা যায়নি।
এদিকে শ্রমিকের মৃত্যুর খবর ধামাচাপা দিতে কোয়ারির গর্তের মালিক আনোয়ার হোসেন উরফে আনাই ও তার সহযোগী প্রভাবশালী পাথর খেকো চক্র ইতিমধ্যে শ্রমিকের লাশ সরিয়ে তড়িঘড়ি করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিয়েছেন ।
শ্রমিক মৃত্যুর খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কানাইঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুসিকান্ত হাজং ও কানাইঘাট থানা পুলিশ।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়