Friday, February 2

নির্বাচনে না যেতে বিএনপির ছলচাতুরী: কাদের

9.jpg

কানাইঘাট নিউজ ডেস্ক :
নির্বাচন থেকে সরে যেতে বিএনপি নিজেরাই টালবাহানা ও ছলচাতুরী করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ শুক্রবার সকালে রাজধানীর শনির আখড়ায় দনিয়া কলেজ এবং রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজের সামনে দুটি ফুটওভারব্রিজ উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, 'আমাদের কাছে বিএনপির কার্যকলাপে মনে হচ্ছে, তাদের কর্মসূচি, তাদের কথাবার্তায়, বিএনপি নির্বাচন থেকে সরে যাওয়ার টালবাহানা করছে। এখন অবশেষে তারা নিজেরাই নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য নানা ছলচাতুরীর আশ্রয় নিচ্ছে।'

গ্রেপ্তারের নামে সাধারণ জনগণ যাতে হয়রানির শিকার না হন, সেদিকে লক্ষ রাখতে পুলিশ কমিশনারকে জানিয়েছেন বলেও দাবি করেন ওবায়দুল কাদের।

সেতুমন্ত্রী বলেন, 'আমি পুলিশ কমিশনারকে খুব সিরিয়াসলি বলেছি, এর প্র্যাকটিস যেন আমাদের সময় না হয়। জনগণের ভোগান্তি, নিরীহ মানুষের হয়রানি যেন না হয়, গ্রেপ্তারের নামে। যারা প্রকৃত অপরাধী, তাদেরই যেন গ্রেপ্তার করা হয়।'

আগামী ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় রায়ের প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, 'আমাদের পাল্টাপাল্টি বুদ্ধি নেই, আমাদের কোনো কর্মসূচি নেই। আমরা সতর্ক থাকব, সজাগ থাকব। বিশৃঙ্খলা হলে তা'র জবাব জনগণই দেবে।'

এ ছাড়া এ সময় সড়ক পারাপারে রাজনৈতিক নেতাসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করার আহ্বান জানান মন্ত্রী।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়