Saturday, February 3

কানাইঘাটে স্কুলের ল্যাপটপ চুরি করতে এসে ধরা পড়লেন তিন ভাই

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন ধরে ৩ সহোদর ভাই মিলে অভিনব পন্থায় চুরি-ডাকাতি সহ নানা অপরাধ কর্মকান্ড করার পর শেষ পর্যন্ত জনতার হাতে তাদের কে ধরা পড়তে হল। ৩ ভাই মিলে কানাইঘাট দূর্গাপুর স্কুল এন্ড কলেজের একটি একাডেমি ভবনের ২য় তলায় অবস্থিত শেখ রাসেল কম্পিউটার ল্যাব সেন্টার থেকে তালা ভেঙ্গে ১৭টি ল্যাপটপ ও ২টি ডিজিটাল প্রজেক্টর গত শুক্রবার রাত অনুমান ১০টার দিকে স্কুলের নৈশ্য প্রহরী আলা উদ্দিন কে রক্তাক্ত গুরুত্বর জখম করে চুরি করে পালিয়ে নিয়ে যাওয়ার সময় কোম্পানীগঞ্জ উপজেলার কলাবাড়ী গ্রামের আব্দুল হাসিমের ৩ সহোদর পুত্র, বর্তমানে সিলেট শহরের জালালাবাদ এলাকায় বসবাসরত পেশাদার অপরাধী মামুন রশিদ উরফে স্বপ্নীল(২০), হারুন রশিদ(২৬), হুমায়ুন রশিদ(২২) কে ডাকাতির সরঞ্জামসহ স্থানীয় লোকজনের সহায়তায় কানাইঘাট থানা পুলিশ তাদের আটক করে। স্কুলের ল্যাব সেন্টারের ল্যাপটপসহ সহ যন্ত্রপাতি চুরি করতে এসে ৩ সহোদর ভাই জনতার সহায়তায় পুলিশের হাতে গ্রেপ্তারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত ৩টি লোহার রড, ১টি তালা ভাঙ্গার রড, ১টি ধারালো চাকু, ১টি ম্যাগলাইট, ১টি স্ক্রু-ড্রাইভার সহ ১টি কালো রঙের ক্যারি ব্যাগ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মামুন রশিদ বাদী হয়ে গ্রেপ্তারকৃত ৩ সহোদর ভাই কে আসামী করে শনিবার থানায় মামলা দায়ের করেছেন। আটকৃতদের কাছ থেকে এলাকায় চুরি সহ অপরাধ মূলক কর্মাকান্ডের তথ্য উদঘাটনের জন্য প্রাথমিক ভাবে পুলিশি জিজ্ঞাসাবাদ কালে তাদের সাথে আরো ২/৩জন চুরির সাথে ছিল বলে জানায়। অভিযোগে জানা যায় ৩ সহোদর ভাই স্বপ্নীল, হারুন ও হুমায়ুন গত শুক্রবার রাত অনুমান ১০টার দিকে স্কুলের নৈশ্য প্রহরীর অনুপস্থিতিতে স্কুলের একাডেমিক ভবনের বৈদ্যুতিক সুইচ অন করে শেখ রাসেল কম্পিউটার ল্যাব সেন্টারের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে ১৭টি ল্যাপটপ সহ অন্যান্য জিনিসপত্র চুরির সময় নৈশ্য প্রহরী আলা উদ্দিন স্কুলে এসে বৈদ্যুতিক বাতি বন্ধ দেখে সুইচ দেওয়ার সময় এ সহোদর ভাই পিছন দিক থেকে এসে তাহার মাথায় তালা ভাঙ্গার রড দিয়ে আঘাত করলে সে রক্তাক্ত জখম হয়। জখম হ্ওয়ার পর ও নৈশ্য প্রহরী আলা উদ্দিন চুর স্বপ্নীল কে ঝাপটা মেরে আটক করে শোর চিৎকার শুরু করলে আশপাশ থেকে লোকজন এসে পালিয়ে য্ওায়ার সময় ৩ ভাই কে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পুলিশের ধারনা এ ৩ ভাই মিলে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় এ ধরনের অপকর্মের সাথে জড়িত থাকতে পারে। থানার ওসি (তদন্ত) মোঃ নুনু মিয়া কানাইঘাট নিউজকে জানিয়েছেন গ্রেপ্তারকৃতদের কাছ থেকে অপরাধ মূলক কর্মকান্ডের তথ্য উদঘাটনের জন্য পুলিশি তৎপরতা চলছে। দূর্গাপুর স্কুল এন্ড কলেজ গর্ভনিং বডির সভাপতি সাবেক ইউ.পি চেয়ারম্যান মুবেশ্বির আলী জানিয়েছেন, নৈশ্য প্রহরী আলা উদ্দিনের সাহসিকতায় স্কুলের প্রায় ১০লক্ষ টাকা মূল্যের ১৭টি ল্যাপটপসহ ২টি প্রজেক্টর সহ অন্যান্য মালামাল চুরি হাত থেকে রক্ষা পেয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়