Tuesday, February 20

সৌদীর বিপক্ষে বিশ্বকাপের অনুশীলন ম্যাচ খেলবে জার্মানি

11_0.jpg


কানাইঘাট নিউজ ডেস্ক :
আগামী ৮ জুন বিশ্বকাপের অনুশীলন ম্যাচে সৌদী আরবের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি। জার্মান ফুটবল এসোসিয়েশন (ডিএফবি) সোমবার এই তথ্য নিশ্চিত করেছে।

আগামী ১৪ জুন মস্কোতে রাশিয়া বিশ্বকাপের পর্দা উঠবে। টুর্নামেন্টের মূল পর্বে অংশগ্রহণের আগে জার্মানির দুটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে। ২ জুন অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামার ছয়দিন পরে লেভারকুসেনে সৌদী আরবের মুখোমুখি হবে জার্মানরা।

আগামী মাসে দুটি প্রীতি ম্যাচে মাঠে নামতে যাচ্ছে জোয়াকিম লোয়ের শিষ্যরা। ২৩ মার্চ ডাসেলডর্ফে স্পেনের ও চারদিন পরে বার্লিনে ব্রাজিলের মুখোমুখি হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। ২০১৪ সালে বিশ্বকাপের সেমিফাইনালে স্বাগতিক ব্রাজিলকে ৭-১ গোলে বিধ্বস্ত করার পর প্রথমবারের মত বার্লিনের ঐতিহাসিক অলিম্পিক স্টেডিয়ামে দুই দল মোকাবেলা করতে যাচ্ছে।

আগামী ১৭ জুন মস্কোতে মেক্সিকোর বিপক্ষে ম্যাচ দিয়ে জার্মানি বিশ্বকাপ মিশন শুরু করবে। গ্রুপ-এফ’এ তাদের পরবর্তী প্রতিপক্ষ সুইডেন ও এশিয়ান পরাশক্তি দক্ষিণ কোরিয়া।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়