Monday, February 5

তুমি এখন আমার কাছে খিলজি: রণবীরকে শাহরুখ

srk-ranverr_abnews_109458.gif


কানাইঘাট নিউজ ডেস্ক:
‘পদ্মাবত’ দেখে এর অভিনেতা-অভিনেত্রীদের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন অমিতাভ বচ্চন, ঋষি কাপুর ও আলিয়া ভাটের মত তারকারা। এবার সে তালিকায় যুক্ত হলেন শাহরুখ খান।

মুম্বাই মিররের খবরে প্রকাশ, শুধু ছবিই নয় আলাদাভাবে রণবীর সিংয়ের অভিনয়ও নজর কেড়েছে শাহরুখের। অবশ্য নজরটা নিজের দিকে নিতে বাধ্য করেছেন রণবীর নিজেই।

কারণ শাহরুখকে করা একটি টুইতে রণবীর লিখেন, ‘হাই ভাই, অধীর আগ্রহে অপেক্ষা করছি আপনি কবে পদ্মাবত দেখবেন।’ ফিরতি উত্তরটা বেশ মজা করেই দিয়েছেন শাহরুখ। তিনি বলেছেন, ‘খুবই দুঃখিত। আমি বুঝতে পারিনি এটা তুমি। কারণ তুমি এখন আমার কাছে খিলজি। খুবই ভালো একটি ছবি। আমি ছবিটা দেখেছি এবং আমার খুবই ভালো লেগেছে।’

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়