Saturday, February 17

বাংলাদেশ একাদশে একাধিক পরিবর্তনের সম্ভাবনা

bangladesh-lrg20160226001243.jpg


কানাইঘাট নিউজ ডেস্ক :
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ইনজুরির কারণে তামিম ইকবাল না খেললেও আগামীকাল তিনি খেলবেন এটা এক প্রকার নিশ্চিত। কারণ শনিবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ তামিম ইকবালের ফেরার ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন।

এছাড়া বাংলাদেশ একাদশে আরও কয়েকটি পরিবর্তন আসতে পারে। একাদশে সুযোগ পেতে পারেন আবু জায়েদ রাহি। গত ম্যাচে বাংলাদেশের বোলাররা ভালো করতে পারেননি। শ্রীলঙ্কার যে চারটি উইকেটের পতন হয়েছিল তার মধ্যে তিনটি উইকেট নিয়েছিলেন স্পিনাররা।

পেসারদের মধ্য হতে একজনকে বসিয়ে আবু জায়েদ রাহিকে সুযোগ দেয়া হতে পারে। আবার দল যদি দুই পেসার দুই স্পিনার খেলানোর সিদ্ধান্ত নেয় তাহলে একাদশে সুযোগ পেতে পারেন স্পিনার মেহেদী হাসান।

সিলেটে আগামীকাল অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ। ম্যাচটি শুরু হবে বিকাল পাঁচটায়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়