Saturday, February 10

বিয়ে করলেন তৌসিফ-জারা

tausif-wedding-1.jpg


কানাইঘাট নিউজ ডেস্ক :
ছোটপর্দার অভিনেতা তৌসিফ মাহবুবের বিয়ে ছিল গতকাল ৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে। এর আগে দুপুরেই ঘরোয়া ভাবে তাদের আকদ হয়। বিয়েতে উপস্থিত ছিলেন তৌসিফ ও জারার পরিবারের কাছের আত্মীয় এবং বন্ধুরা।

এছাড়া তারকা এবং মিডিয়ার অনেকেই উপস্থিত ছিলেন। তৌসিফ পরেছিলেন অফ-হোয়াইট শেরওয়ানি আর জারার পরনে ছিল জমকালো লাল লেহেঙ্গা।

কনের নাম জান্নাতুল ফেরদৌস জারা। দু’জনার প্রেম অনেক দিনের। জারা লেখাপড়া করছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)-এর বিবিএ বিভাগে। তৌসিফ জানিয়েছেন, সম্পর্কটা প্রেমের হলেও পারিবারিকভাবেই বিয়ের কথাবার্তা ঠিক হয়েছে।।

এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডির একটি পার্টি সেন্টারে তৌসিফ-সুষমার গায়েহলুদ অনুষ্ঠান হয়েছে। গতকাল ছিল বিয়ে। বাকি আছে শুধু বৌভাত। বৌভাতের আয়োজন থাকছে ১২ ফেব্রুয়ারি।


তৌসিফ মাহবুব

২০১৩ সালের ভালোবাসা দিবসের নাটক ‘অল টাইম দৌড়ের উপর’-এ অভিনয় করে আলোচনায় উঠে আসেন তৌসিফ।
সূত্র: বিডি লাইভ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়