Saturday, February 17

দক্ষিণী এই অভিনেতাদের আসল নাম জানা নেই অনেকের

2_0.jpg


কানাইঘাট নিউজ ডেস্ক :
আপনার প্রিয় দক্ষিণী সুপারস্টারদের আসল নাম জানেন তো? না, রিল-লাইফের নয় এই নাম তাঁদের রিয়েল-লাইফের। পর্দা কাঁপানো এমনই কয়েকজন তারকার নামের হদিস রইল গ্যালারির পাতায়।

রজনীকান্ত:
অভিনয় জীবনে পা রাখার আগে বেঙ্গালুরু ট্রান্সপোর্ট সার্ভিসের এক জন বাস কন্ডাক্টর ছিলেন রজনীকান্ত। এই নামে খ্যাতির শিখরে পৌঁছলেও তার আসল নাম কিন্তু শিবাজী রাও গায়েকোয়াড়। অভিনয় শুরু পরেই এই নাম পরিবর্তন করেন তিনি।

প্রভাস:
বাহুবলী খ্যাত দক্ষিণের জনপ্রিয় তারকা প্রভাসের আসল নাম জানেন? ভেঙ্কটা সত্যনারায়ণ প্রভাস রাজু উপ্পালাপতি।

রানা ডগ্গুবতী:
তামিল, তেলুগু এবং হিন্দি সব জায়গাতেই নিজের দক্ষতার ছাপ রেখেছেন রানা। তার আসল নাম রামানাইডু ডগ্গুবতী।

জুনিয়র এনটিআর:
তেলুগু ছবির জনপ্রিয় মুখ জুনিয়র এনটিআরের আসল নাম জানেন? নন্দমুরি তারকা রামা রাও জুনিয়র। ২০০০ সালে প্রথম অভিনয় জীবনে পা রাখেন তিনি।

মহেশ বাবু:
অভিনেতা ও প্রযোজক মহেশ বাবুর সর্বাধিক পরিচিতি তেলুগু সিনেমায়। তার আসল নাম মহেশ ঘাট্টামানেনি।

ধনুশ:
তামিল সিনেমার খুবই জনপ্রিয় মুখ ধনুশ। ১৫ বছরের অভিনয় জীবনে তিনি জিতে নিয়েছেন ৩টি ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড এবং ৭টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। তার আসল নাম ভেঙ্কটেশ প্রভু।

চিরঞ্জিবী:
একজন এনসিসি ক্যাডেট হিসেবে কর্মজীবন শুরু করেন চিরঞ্জিবী। তার আসল নাম কোনিদেলা শিবা শঙ্করা ভারা প্রসাদ।

কমল হাসান:
অভিনয় হোক বা রাজনীতি, গ্ল্যামারে কোনও অংশে কম যান না জনপ্রিয় দক্ষিণী অভিনেতা কমল হাসান। দক্ষ অভিনেতা হিসেবে একগুচ্ছ অ্যাওয়ার্ড রয়েছে তার ঝুলিতে। তার আসল নাম পার্থসারথি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়