কানাইঘাট নিউজ ডেস্ক:
জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে এবার ২০১৭ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষায় গোল্ডেন এ+ পেয়ে কামরান রাজা চৌধুরী রফি কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে। এ সফলতার জন্য মা-বাবা ও শিক্ষক শিক্ষিকার কাছে সে চির কৃতজ্ঞ।
কামরান বড় হয়ে আর্মি অফিসার হতে চায়। তার ভাষায় আর্মি অফিসাররা খুবই সুশৃঙ্খল জীবনের অধিকারী এবং পাশাপাশি দেশের অতন্দ্র প্রহরীও। কামরান এর বাবা আর, কে, এম, মোশতাক চৌধুরী, ওয়ান ব্যাংক লি: সিলেট শাখার ব্রাঞ্চ সার্ভিস ম্যানেজার ও মা জাহানারা বেগম চৌধুরী হেনা গৃহিণী।
কামরান এর বাড়ি সিলেট জেলার কানাইঘাট উপজেলার ধনমাইরমাটি গ্রামে। বর্তমানে শাহপরানস্হ বাহুবল গ্রিনলান্ড আবাসিক এলাকায় কানাইঘাট হাউস-এ স্থায়ীভাবে বসবাস করছেন। সে সকলের নিকট দোয়া প্রার্থী।(বিজ্ঞপ্তি)
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়