Wednesday, January 17

তানিমের খুনীদের গ্রেফতারের দাবীতে কানাইঘাট কলেজ ছাত্রলীগের মানববন্ধন


নিজস্ব প্রতিবেদক: সিলেট সরকারি কলেজ শাখার ত্যাগী ছাত্রলীগ কর্মী তানিম খানের খুনীদের অবিলম্বে গ্রেফতার এবং মামলার আসামীদের মদদদাতাদের আইনের আওতায় এনে বিচারের দাবীতে কানাইঘাট সরকারি কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বুধবার সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে ছাত্রলীগ কর্মী তানিম খানের খুনীদের অবিলম্বে গ্রেফতার করা না হলে ছাত্রলীগের নেতাকর্মীরা দুর্বার আন্দোলন গড়ে তুলবে। সেই সাথে সিলেটের টিলাগড় কেন্দ্রিক সন্ত্রাসী কর্মকান্ডের মদদদাতা এবং তানিম সহ ছাত্রলীগের যে সকল নেতাকর্মী পূর্বে সন্ত্রাসীদের হাতে নিহত হয়েছেন তাদের বিচারের আওতায় আনার দাবী জানানো হয়। মানববন্ধন উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগ নেতা আফজল হোসেন রিজভী, উপজেলা তৃণমূল ছাত্রলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি ইয়াহিয়া ডালিম, কলেজ ছাত্রলীগের সভাপতি শাহেদ আহমদ, সাধারণ সম্পাদক আশরাফ চৌধুরী, উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি রেজোয়ানুল করিম আফজল, সাধারণ সম্পাদক আব্দুল কাহির কাহার, পৌর সভাপতি অনুপ কান্তি, তারেক আহমদ, কলেজ শাখার সাধারণ সম্পাদক মারুফ আহমদ, ছাত্রলীগ নেতা অজয়, রিয়াজ, সেলিম, আতিক, সুলতান সহ ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়