Thursday, January 18

কার সঙ্গে জোলির নতুন প্রেমের গুঞ্জন?

C9mklLHW0AATBeT.jpg


কানাইঘাট নিউজ ডেস্ক : হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি কার সঙ্গে জড়িয়েছেন নতুন সম্পর্কে? এমন প্রশ্ন অনেকদিন ধরে ঘুরপাক খাচ্ছে। বেশ কিছুদিন ধরে একাকী জীবনযাপন করছেন দুনিয়া কাঁপানো এই অভিনেত্রী।

ব্রাডপিটের সঙ্গে বিচ্ছেদের পর জোলি আজকাল কারো সঙ্গে নতুন সম্পর্কে জড়াতে চান না বলে ঘনিষ্ঠজনদের জানিয়েছেন। এখন সন্তানদের দেখভালে বেশি সময় দিতে চান তিনি। সন্তানদের কাছাকাছি থাকার চেষ্টা করছেন তিনি। তাদের চাহিদা পূরণে সচেষ্ট রয়েছেন।

এত কথা প্রচারের পরও হালে গুঞ্জন রটেছে অ্যাঞ্জেলিনা জোলি কম্বোডিয়ান চিত্রনির্মাতা এবং গীতিকার প্রাচ লির সঙ্গে আজকাল ঘনিষ্ঠভাবে মেলামেশা শুরু করেছেন।
 
তবে জোলি সাংবাদিকেদের কাছে প্রাচ লিকে একজন ভালো বন্ধু বলে অভিহিত করেছেন। শুধু তাই নয় প্রাচ লিকের কাজের প্রতি যথেষ্ট শ্রদ্ধা ভাব পোষণ করেন জোলি। বর্তমানে জোলি নতুন সিনেমা ‘ফার্স্ট দে কিলড মাই ফাদার’ ছবির প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়