কানাইঘাট নিউজ ডেস্ক:
যুগোপযোগী আন্তর্জাতিক মানের হাফেজ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে কানাইঘাটে যাত্রা শুরু করেছে “ কানাইঘাট তাহফিজুল কোরআন মাদ্রাসা” । এ উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল সোমবার মাদ্রাসার অস্থায়ী ক্যাম্পাস কানাইঘাট পৌরসভার ছইফা ভিলার ৩য় তলায় অনুষ্ঠিত হয়। মাদ্রাসার প্রধান উদ্যোক্তা মাওলানা শহীদুল্লাহ সিদ্দিকীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার ও কানাইঘাট মহিলা কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম, ৭নং দক্ষিণ বাণীগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, ইসলামিক ফাউন্ডেশন কানাইঘাটের ফিল্ড সুপারভাইজার ময়নুল হক। আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কানাইঘাট থানা জামে মসজিদের ইমাম মাও: জাকির হোসেন। উফস্থিত ছিলেন মাদ্রাস শিক্ষক হাফিজ মঞ্জুর আহমদ, উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফিজ মাও: নজির আহমদ, মহেষপুর জামে মসজিদের ইমাম হা: মাও: ইয়াহইয়া, স্কলার্স মডেল স্কুলের প্রধান শিক্ষক মামুনুর রশিদ, কানাইঘাট আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক শরিফ উদ্দিন প্রমূ। (বিজ্ঞপ্তি)
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
শিক্ষাঙ্গন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়