নিজস্ব প্রতিবেদক:
শিক্ষা-শান্তি-প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কানাইঘাট সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালী বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা সদরে অনুষ্ঠিত হয়। র্যালীটি প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ শেষে কানাইঘাট বাজার ত্রিমোহনী পয়েন্টে গিয়ে এক পথসভায় মিলিত হয়। র্যালী পূর্ববর্তী কেক কেটে ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। কলেজ তৃণমূল ছাত্রলীগের সভাপতি সাহেদ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফ চৌধুরীর পরিচালনায় প্রতিষ্ঠাবার্ষিকীর পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের অন্যতম নেতা আফজল হোসেইন রিজভী। প্রধান বক্তা ছিলেন মহানগর ছাত্রলীগ নেতা মারুফ আহমদ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা তৃণমূল ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবির তারেক, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন। বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতা জামিল, মাসুম, শাহাদ উল্লাহ, পৌর তৃণমূল ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশফাক, ছাত্রনেতা মুন্না, মারুফ, আফজল, অনুপ, সুলতান, আজর, কাহির আলী, রিয়াজ, সেলিম, ইমরান, আতিক প্রমুখ। প্রতিষ্ঠাবার্ষিকী র্যালীতে ছাত্রলীগের গৌরবগাঁথা ইতিহাস ঐতিহ্য তুলে ধরে নেতৃবৃন্দ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে ছাত্রলীগের নেতাকর্মীদের লেখাপড়ার পাশাপাশি দেশ গঠনের কাজে এগিয়ে আসতে হবে।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়