Saturday, January 13

কানাইঘাটে তিন দিন ব্যাপী উন্নয়ন মেলা সমাপ্ত


নিজস্ব প্রতিবেদক: ‘উন্নয়নের রোল মডেল, শেখ হাসিনার বাংলাদেশ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কানাইঘাটে তিন ব্যাপী উন্নয়ন মেলা সমাপ্ত হয়েছে। শনিবার সেরা ৩টি স্টলের মধ্যে ক্রেস্ট ও শিক্ষার্থীদের নিয়ে রচনা ও কুইজ প্রতিযোগিতায় পুরষ্কার প্রদান করা হয়। তবে এবারের ৩দিন ব্যাপী উন্নয়ন মেলার আয়োজন নিয়ে স্থানীয় প্রশাসনের দায়সারা ভাব এবং প্রচার প্রচারণায় ঘাটতি থাকায় উন্নয়ন মেলার মূল উদ্দেশ্য প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে পৌঁছে দেয়া তেমন সম্ভব হয়নি বলে মেলায় আগত দর্শকরা জানিয়েছেন। বিশেষ করে মেলাকে আকর্ষণীয় করতে যতটুকু প্রচার প্রচারণা চালানো দরকার তা চোখে তেমন পড়েনি। বিশিষ্টজনেরা উন্নয়ন মেলার দাওয়াত পর্যন্ত পাননি। স্বয়ং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, তিনি উপজেলা পরিষদের একজন নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান। অথচ তিনদিন ব্যাপী উন্নয়ন মেলায় তিনি কোন দাওয়াত পাননি। অনেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিভিন্ন দফতরের সরকারী কর্মকর্তাদের অনুষ্ঠানে দেখা যায়নি। তবে মেলার সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্য উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা বলেন উন্নয়ন মেলায় কোন ধরনের অব্যবস্থাপনা থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য সকলের প্রতি অাহবান জানিয়েছেন। সেই সাথে তিনি সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে উন্নয়ন মেলার স্বার্থক হয়েছে বলে দাবী করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মেলায় অংশগ্রহণকারী ১ম স্থান অধিকারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ২য় স্থান অধিকারী উপজেলা সমবায় অফিস এবং ৩য় স্থান অধিকারী উপজেলা যুব উন্নয়ন অফিসের কর্মকর্তাদের হাতে এবং মেলায় অংশগ্রহণকারী প্রত্যেকটি স্টল, রচনা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুসি কান্ত হাজং, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল, বাণীগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন সহ কয়েকটি দফতরের কর্মকর্তাবৃন্দ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়