Monday, January 8

শীতের ছড়া

 আব্দুল কাহির

সময়ের সু খবর,সময়ের সু খবর
গোসল করতে ঠান্ডা পানির খুব ডর।
বিষম শীতে আত্মরক্ষার অস্ত্র
জ্যাকেট, মাপলার,মোজা শীত বস্ত্র।
দেহের সাথে ঢেকে রাখি কান,মাথা
রাতের আরামে কম্বল,লেপ,কাঁথা।
নিত্য কর্মে শীত আনিয়াছে অলসতা
কুয়াশা ভেজা ভোরে বস্তির নিরবতা।
সাদার আড়ালে থাকে সূর্যালয় ঢাকা
কোথা ছিল এতো শীত জমা করে রাখা।
ছোট বড় সকলের মনে শীতভয়
গরমের সাথে যেনো নাহি পরিচয়।
শীতে কাঁদে জনতা,শীতে কাঁদে দেশ
শীতকালে মন খুঁজে পিঠা ও পায়েস।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়