Sunday, January 14

কানাইঘাটে পুলিশ সুপার ! নাশকতামূলক কর্মকান্ড প্রতিরোধে পুলিশকে সহযোগিতা করুন


নিজস্ব প্রতিবেদক: সিলেট উত্তর সার্কেলের এডিশনাল পুলিশ সুপার আবুল হাসনাত খাঁন বলেছেন কানাইঘাটে সীমান্তবর্তী এলাকা দিয়ে যাতে করে কোন দুষ্কৃতিকারী ও জঙ্গী গোষ্ঠী বিস্ফোরক দ্রব্য ও চোরাচালানী তৎপরতা চালাতে না পারে এজন্য সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। জঙ্গী ও নাশকতা মূলক কর্মকান্ড প্রতিরোধ ও মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স গ্রহণের কথা উল্লেখ করে তিনি আরো বলেন, নারী নির্যাতন, বাল্য বিবাহ প্রতিরোধ এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে যে কোন ধরনের অপরাধমূলক কর্মকান্ড দমন করতে পুলিশকে সব ধরনের তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান। সেই সাথে সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে কোন অপরাধী চক্র বিস্ফোরক দ্রব্য নিয়ে আসতে না পারে এজন্য তাদের তথ্য পুলিশকে দেয়ারও আহবান জানান তিনি। আবুল হাসনাত খাঁন গত শনিবার বিকেল ৪টায় কানাইঘাটের সীমান্তবর্তী লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির বড়বন্দ বাজারে কানাইঘাট থানা পুলিশের উদ্যোগে আইনশৃঙ্খলা সংক্রান্ত এক সূধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদের সভাপতিত্বে ও ওসি (তদন্ত) নুনু মিয়ার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কানাইঘাট সার্কেলের এএসপি আমিনুল ইসলাম সরকার, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি চেয়ারম্যান জেমস্ লিও ফারগুসন নানকা, সাবেক ইউপি চেয়ারম্যান ফারুক আহমদ চৌধুরী, উপজেলা জাপার সভাপতি এডভোকেট আব্দুর রহিম । বক্তব্য রাখেন, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রহমান, উপজেলা জাসদের সভাপতি বাবুল আহমদ প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়