নিজস্ব প্রতিবেদক:
ইলমে হাদীসের এক উজ্জল নক্ষত্র গহরপুর মাদরাসার সাবেক মুহাদ্দিস,রাজাগঞ্জ ও শাহপরাণ মাদরাসার সাবেক শায়খুল হাদীস বরুণা মাদরাসার বর্তমান শায়খুল হাদীস হযরত মাওলানা নছীব আলী কানাইঘাটী হুজুর আর নেই। আজ রাত ১.১৫ মিনিটের সময় তিনি ইন্তেকাল করেছেন ৷ (ইন্নালিল্লাহি .....রাজিউন ৷
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়