নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট ফ্রেন্ডশীপ ক্লাবের উদ্যোগে শুভ নভবর্ষকে স্বাগত জানিয়ে নিউ ইয়ার ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুর ১২টায় কানাইঘাট স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের আহবায়ক সাবেক মেয়র লুৎফুর রহমান। প্রধান উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন কানাইঘাট ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাতবাঁক ইউপি চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ। বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল্লাহ আল মুমিনের সভাপতিত্বে ও খেলোয়াড় কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আমিনুল ইসলাম, শাহীন আহমদ। উপস্থিত ছিলেন ফ্রেন্ডশীপ ক্লাবের সহ-সভাপতি ছালেহ আকরাম, সাধারণ সম্পাদক মিঠুন চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক সুমন আহমদ প্রমুখ। মাসব্যাপী টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে এ্যাপলো কানাইঘাটের মোকাবেলা করে জাগ্রত জৈন্তা ক্রিকেট ক্লাব।
খবর বিভাগঃ
খেলাধুলা
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়