নিজস্ব প্রতিবেদক:
ইক্বরা বাংলাদেশ স্কুল, কানাইঘাট শাখার শুভ উদ্বোধন উপলক্ষ্যে এক সূধী সমাবেশ ও দোয়া মাহফিল শনিবার বিকেল ২টায় কানাইঘাট পৌরসভাস্থ রায়গড় স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। স্কুল শাখার সভাপতি মাওঃ নাছির উদ্দিনের সভাপতিত্বে ও মাওঃ দেলোয়ার হোসাইনের পরিচালনায় স্কুল উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কুল প্রধান মাওলানা বদরুল হাসান রায়গড়ী। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, কানাইঘাট দারুল উলূম মাদ্রাসার নায়েবে মুহতামিম আল্লামা আলিমুদ্দীন দুর্লভপুরী। প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী আলহাজ্ব আব্দুল মুমিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, মাসিক পাথেয়’র সম্পাদক মাওঃ মাসঊদুল কাদির,কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন,কানাইঘাট নিউজের সম্পাদক মাহবুবুর রশিদ,লুগাতুল আরবিয়া উপশহর মাদ্রাসা শায়খুল হাদিস তাহুরুল হক, বিশ্বনাথ আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হাম্মাদ আলমগীর, কানাইঘাট পল্লীবিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম নজরুল ইসলাম মোল্লা। বক্তব্য রাখেন, মাওঃ নুরুল ইসলাম নোমানী, আব্দুল মতিন, রশিদ আহমদ, মাওঃ গোলাম কিবরিয়া, ছাত্রনেতা আসাদ উদ্দিন, আজাদুর রহমান, আফতাব উদ্দিন, যুবনেতা আবুল হারিছ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব আব্দুল মুমিন চৌধুরী বলেন, কোমলমতি শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত করার জন্য ইক্বরা বাংলাদেশ কানাইঘাট স্কুল শাখা অগ্রণী ভূমিকা পালন করবে। কানাইঘাটকে শিক্ষাক্ষেত্রে এগিয়ে নেওয়ার জন্য মান সম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলতে হবে, যাতে করে আমাদের নতুন প্রজন্মের শিক্ষার্থীরা ধর্মীয় অনুশাসন মেনে আগামী দিনের দেশ ও জাতির কল্যাণে কাজ করে যেতে পারে। ইক্বরা স্কুল সেই প্রচেষ্টা চালিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। স্কুল পরিচালনা কমিটির নেতৃবৃন্দ জানিয়েছেন, স্ট্যান্ডার্ট ওয়ান থেকে ৫ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা এ প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে। শিক্ষার্থীদের আগামী দিনের দক্ষ মানব সম্পদে পরিণত করতে ধর্মীয় মূল্যবোধকে লালন করে প্রতিষ্ঠানটি পরিচালিত হবে বলে জানিয়েছেন।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়