নিজস্ব প্রতিবেদক:
ভিজিএফের চাল নিয়ে বাড়ি ফেরার পথে কানাইঘাট রাজাগঞ্জ ইউপির তালবাড়ী আমিরপুর গ্রামের মৃত সিদ্দেক আলীর স্ত্রী ৬০ বছরের বৃদ্ধা মহিলা সৈয়ন বানু মাইক্রোবাসের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হয়েছে। জানা যায়, গত রবিবার ভিজিএফ কার্ডধারী বৃদ্ধা সৈয়ন বানু রাজাগঞ্জ ইউনিয়ন পরিষদের ভিজিএফ এর চাল নিয়ে লেগুনা গাড়ি যোগে বাড়ির পাশে নামা মাত্র পিছন দিক থেকে আসা একটি দ্রুতগামী মাইক্রোবাস তাকে স্বজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন সৈয়ন বানু। দূর্ঘটনার খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিওমেক হাসপাতাল মর্গে প্রেরণ করে। তবে এ ঘটনায় থানায় কোন অভিযোগ দায়েরের খবর পাওয়া যায়নি। ভিজিএফ কার্ডধারী হত দরিদ্র সৈয়ন বানুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় রাজাগঞ্জ ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম সহ পরিষদের ইউপি সদস্যবৃন্দ শোক জানিয়ে ঘাতক মাইক্রোবাস চালকের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়