Saturday, January 6

কানাইঘাটে পাঠ্য বই ও শিক্ষা উপকরণ বিতরণে হুইপ সেলিম ! পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে শিক্ষা


নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ সিলেট-৫ আসনের সাংসদ আলহাজ্ব সেলিম উদ্দিন বলেছেন, পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে শিক্ষা। বাড়ি-গাড়ি টাকা-পয়সা থাকতে পারে কিন্তু লেখা-পড়া না জানলে সবকিছু অর্থহীন। শিক্ষা অর্জনের মাধ্যমে সমাজে সর্বোচ্চ পর্যায়ে প্রতিষ্ঠিত হয়ে দেশ ও জাতির সেবা করা সম্ভব। এ জন্য আমাদেরকে শিক্ষার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছে দিয়ে ছেলে-মেয়েদের আগামী দিনের দক্ষ মানব সম্পদে পরিণত করতে সরকারের পাশাপাশি এলাকার সমাজ হৈতষি ব্যক্তিদের সমন্বয়ে মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে। সেলিম উদ্দিন এমপি  শনিবার সকাল ১১টায় আছাদ-আজিজুন ফাউন্ডেশনের উদ্যোগে তাঁর নিজ নামে নির্মাণাধীন কানাইঘাট রাজাগঞ্জ ইউপির শিক্ষায় পিছিয়ে পড়া অবহেলিত ফতেহগঞ্জ গ্রামে অবস্থিত এমপি সেলিম উদ্দিন একাডেমির অস্থায়ী ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে পাঠ্য বই ও শিক্ষা উপকরণ বিতরণ উপলক্ষ্যে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন। জাপা নেতা মখলিছুর রহমানের সভাপতিত্বে ও আব্দুল কাদিরের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা জাপার সিনিয়র সহ-সভাপতি আব্দুশ শহিদ লস্কর বশির, সহ-সভাপতি বাহার খন্দকার, এমপির একান্ত সচিব রুহুল আমিন রাজু, উপজেলা প্রকল্প বাস্থবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থ, রাজাগঞ্জ ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম। বক্তব্য রাখেন, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, কানাইঘাট পৌর জাপার আহবায়ক কামরুজ্জামান কাজল, সিনিয়র যুগ্ম আহবায়ক নাজিম উদ্দিন ঠিকাদার, সমাজসেবী মতিন শিকদার, স্কুলের ভূমিদাতা আহমদ হুসেন, ইউপি সদস্য নুরুল ইসলাম, ওলিউর রহমান, সাবেক ইউপি সদস্য নুরল, সমাজসেবী ইদ্রিস আলী, জাপা নেতা নুরুল আমিন, যুব সংহতির সধারণ সম্পাদক শামিম আহমদ প্রমূখ। সেলিম উদ্দিন এমপি তাঁর বক্তব্যে আরও বলেন, তাঁর নির্বাচনী এলাকার কানাইঘাট-জকিগঞ্জে দু’টি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। যাতে করে এ দু’টি প্রতিষ্ঠানে সব ধরণের সুযোগ সুবিধা গ্রহণ করে শিক্ষার্থীরা বিনা বেতনে লেখা পড়া করতে পারেন। বই খাতা ড্রেস শিক্ষা উপকরণ বিনা মূল্যে শিক্ষার্থীদের মাঝে বিতরণ ও দক্ষ শিক্ষক মন্ডলী ও এলাকার মানুষের সহযোগিতায় চলমান নির্মাণাধীন এ দু’টি শিক্ষা প্রতিষ্ঠানকে সিলেটের মধ্যে অন্যতম শ্রেষ্ট বিদ্যাপীঠ হিসাবে পরিণত করতে তিনি তাঁর ব্যক্তিগত উদ্যোগে সবধরনের প্রচেষ্টা চালিয়ে যাবেন বলে ঘোষণা করেন। বই বিতরণ শেষে এমপি সেলিম উদ্দিন একাডেমিক ভবনের কাজের অগ্রগতি পরিদর্শন করেন ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়