Saturday, January 20

লাইভ কনসার্টে হঠাৎ মেজাজ হারালেন অরিজিৎ সিং (ভিডিও)

11_0.jpg


কানাইঘাট নিউজ ডেস্ক :
অরিজিৎ সিংয়ের গলার মেলোডিতে আচ্ছন্ন হয় সঙ্গীতপ্রেমীরা। তিনি স্টেজে উঠলে গানের জাদুতে একসূত্রে বাঁধা পড়েন অনেকেই। তবে এবার সেই সুরেই যেন ছন্দ পতন। মেজাজ হারালেন গায়ক। সম্প্রতি ইন্টারনেটে এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে অরিজিৎ সিংয়ের।

কনসার্টে রণবীর কাপুরের 'রকস্টার' ফিল্ম থেকে 'নাদান পরিন্দে' গানটি সবে শুরু করেছিলেন অরিজিৎ। হঠাৎই মাইকে কিছু সমস্যা হওয়ায় অরিজিৎ সিংয়ের মেজাজ গেল বিগড়ে। চটে গিয়ে কিছু অশ্রাব্য ভাষা বেরিয়ে এল তার মুখ থেকে। চটজলদি টেকনিশিয়ানসরা এসে যখন মাইক ঠিক করছিলেন, তখন স্টেজের মধ্যেই গিটার নিয়ে ঘোরাফেরা করতে দেখা গেল ক্ষুব্ধ অরিজিৎকে।

তারপর অবশ্য সবকিছু ভুলে ফের গান শুরু করেন সাম্প্রতিককালের রকস্টার অরিজিৎ। সে গান শুনে যাথারীতি মুগ্ধ শ্রোতারা।  প্রসঙ্গত, 'নাদান পরিন্দে' গানটি সিনেমাতে গেয়েছেন মোহিত চৌহান।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়