কানাইঘাট নিউজ ডেস্ক :
খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস উড়ন্ত বিমানে দুই বিমান কর্মীর বিয়ে পড়িয়েছেন। চিলির রাজধানী সান্তিয়াগো থেকে উত্তরাঞ্চলীয় ইকিক শহরে যাওয়ার পথে এই বিয়ে পড়ান পোপ।
ফ্লাইট এডেন্টডেন্ট পলা পোডেস্ট রুইজ (৩৯) ও কার্লোস সিফুয়ার্দি এলোরিগা (৪১) এর আগে রেজিস্ট্রি বিয়ে করেছিলেন। ফ্লাইটে পোপের কাছে বিয়ের আর্শীবাদ চান তারা।
এসময় পোপ তাদের বলেন, 'আপনারা কি চান আপনাদের বিয়ে দিয়ে দেই?’ এ সময় ওই যুগল জানান, ২০১০ সালের ভূমিকম্পে চিলির রাজধানী সান্তিয়াগোতে তাদের চার্চ ধ্বংস হয়ে যাওয়ায় চার্চে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেননি। ফলে আর ধর্মীয়ভাবে বিয়ে করা হয়নি তাদের।'
সান্তিয়াগো থেকে উত্তরাঞ্চলীয় ইকিক শহরে যাওয়ার পথে সংক্ষিপ্ত ওই ফ্লাইটের মধ্যে ছোট আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পোপ তাদের বিয়ে সম্পন্ন করেন।
ক্যাথলিক রীতি অনুযায়ী তিনি তাদের বিয়ে পড়ান। বিয়েতে একজন সাক্ষীরও দরকার ছিল। এ সময় ওই বিমান প্রতিষ্ঠানের সিইও এ বিয়ের সাক্ষী হন।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়