Thursday, January 18

কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই যুবকের মৃত্যু

কানাইঘাট নিউজ ডেস্ক: ঢাকার গেন্ডারিয়ার স্বামীবাগে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। বুধবার গভীর রাতের এই দুর্ঘটনায় হান্নান নামের একজন আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন-সালাউদ্দিন রাহেল (২৭) ও রাসেল আকন (২৬)। হতাহতদের বাসা যাত্রাবাড়ীর মীর হাজিরবাগ এলাকায়। ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, লাশ দুটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। পুলিশ জানায়, লালবাগ এলাকায় একটি বিয়ের অনুষ্ঠান শেষে বাসায় ফেরার পথে একটি কভার্ডভ্যান পেছন থেকে মোটরসাইকেলে থাকা তিন বন্ধুকে চাপা দেয়। পরে উদ্ধার করে তাদের ঢাকা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাহেল ও রাসেলকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়