কানাইঘাট নিউজ ডেস্ক:
আইটিইউসি’র অর্ন্তভুক্ত বাংলাদেশ লেভার ফেডারেশন-বিএলএফ (রেজিঃ নং- বা.জে.ফে-১৯) এর কানাইঘাট উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। যুবনেতা আব্দুর রহমান জীবনকে আহবায়ক, মাহফুজুর রহমান চৌধুরী, আব্দুল আহাদ, আখতার হোসেন, শফিকুর রহমান মেননকে যুগ্ম আহবায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ বিলাল আহমদকে সদস্য সচিব এবং বেলাল আহমদ, রাজু আহমদ, আব্দুস সহিদ, আব্দুল আজিজ ও কয়েস আহমদকে সদস্য করে ১১ সদস্য বিশিষ্ট এ আহবায়ক কমিটিকে গত ২৩ জানুয়ারি অনুমোদন দিয়েছেন সংগঠনের সিলেট বিভাগীয় কমিটির আহবায়ক ছায়াদুল ইসলাম ও সদস্য সচিব মোঃ জুবায়ের আহমেদ। এদিকে নবগঠিত বিএলএফ কমিটির নেতৃবৃন্দ কমিটির অনুমোদনের কপি গতকাল বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা ও কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ ও সমাজসেবা কার্যালয়ে জমা দিয়েছেন।(প্রেস বিজ্ঞপ্তি)
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
Respected sir.
ReplyDeletejust I want to say this is a good job for the society go ahead.
Thank you wish you all the best.