Friday, January 5

সেলিম উদ্দিন এমপিকে সেতু বাস্তবায়ন কমিটির শুভেচ্ছা


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাটের সীমান্তবর্তী মমতাজগঞ্জ বাজারের পাশে সুরমা নদীর উপর ৯০ কোটি টাকা অর্থ মন্ত্রণালয় কর্তৃক বরাদ্ধ দেয়ায় জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ সিলেট-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সেলিম উদ্দিনকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন সেতু বাস্তবায়ন কমিটির আহবায়ক সাংবাদিক আব্দুর রব। শুক্রবার সেলিম উদ্দিন এমপির সিলেট শহরস্থ বাস ভবনে মমতাজগঞ্জ বাজারের পাশে সুরমা নদীর উপর সেতু নির্মাণে ঐকান্তিক প্রচেষ্টা ও অর্থ বরাদ্ধে অগ্রণী ভূমিকা পালন করায় সেলিম উদ্দিন এমপির প্রতি ফুলেল শুভেচ্ছা জানিয়ে এলাকাবাসীর পক্ষ থেকে সেতু বাস্তবায়ন কমিটির আহবায়ক কানাইঘাট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক আব্দুর রব ফুলের তোড়া দিয়ে তাকে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন, কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সিলেট প্রেসক্লাবের নবনির্বাচিত সহ-সভাপতি এম.এ হান্নান, দৈনিক সিলেটের হালচাল পত্রিকার সম্পাদক সুরত আলী প্রমুখ। সেলিম উদ্দিন এমপি সেতু বাস্তবায়নে সাংবাদিক আব্দুর রবের ভূমিকার প্রশংসা করে বলেন এলাকার উন্নয়ন মূলক কর্মকান্ড এগিয়ে নিতে সবাইকে সম্পৃক্ত হতে হবে। খুব শীঘ্রই মমতাজগঞ্জ বাজারের পাশে সুরমা নদীর উপর ২য় সেতুর নির্মাণ কাজ শুরু হবে বলে তিনি জানান।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়