Thursday, January 4

শিঙ্গাইরকুড়ি ছাহেবের ৩৭তম ঈসালে সাওয়াব মাহফিল


কানাইঘাট নিউজ ডেস্ক: সুলতানুল আরেফিন কুতবুল আউলিয়া শাহ সুফি আল্লামা শিঙ্গাইরকুড়ি (রহ.) ৩৭তম ইসালে সাওয়াব মাহফিল শাহ শিঙ্গাইরকুড়ি রহ. মান্নানীয়া ফাউন্ডেশনের উদ্যোগে গত সোমবার শিঙ্গাইরকুড়ি রহ. সাহেব বাড়ী মান্নানীয়া দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। ইসালে সাওয়াব মাহফিলে রাসুল পাক (স.) এর বংশধর ড. সায়্যিদ জামাল ছাক্বার আল হোসাইনী আশ আরী আর রেফারী প্রধান অতিথির বয়ানে বলেন, রাসুলে পাক (স.) কে দাড়িয়ে সালাম দেয়া জায়েজ। যারা বলেন দাড়িয়ে সালাম দেওয়া জায়েজ নয় তাদেরকে উত্তর দিতে তিনি বলেন, জুমরায় খুতবায় খতিব সাহেব যখন সালাম দেন তিনি তখন কি সালাম বসে পড়েন? তিনি বলেন যারা হজ্জে যায় সকলের মন চায় দাড়িয়ে সালাম দিতে, যারা রাসুলের রওজায় দাড়িয়ে সালাম দিতে বেদাতি বলে আমরা তাদেরকে বেদাতি বলব। আশআরী আর রেফারী যুক্তি দিয়ে আরো বলেন, খতিব সাহেব জুময়ার ছানি খুতবায় মুসল্লীর দিকে পূর্ব দিকে মুখ ফিরিয়ে পড়েন, তিনি কেন পশ্চিম দিকে পড়েন নাই। তিনি যদি পারেন তাহলে কেন আমরা রাসুলের রওজার সামনে দাড়িয়ে সালাম দিতে পারব না। তোমরা আমাদেরকে যত বুঝাবে ফিরাতে পারবে না। ড. সায়্যিদ জামাল ছাক্বার আল হোসাইনী আশআরী আর রেফারী আরো বলেন, প্রত্যেক মুসলমান আশা করে পরকালে রাসুলের সাফায়েত পেয়ে জান্নাতে যেতে চায়। আর রাসুলের সাফায়েত পেতে হলে নিজেকে রাসুলের আদর্শে আদর্শিত করতে হবে। রাসুলের সমস্ত শরীর আমাদের জন্য মোবারক। রাসুলের চোখ, নাক, মুখ, থুথু এমনকি নাকের ময়লাটাও আমাদের জন্য মোবারক। উল্লেখ করে তিনি বলেন, রাসুলের ভালোবাসা ব্যতীত কেউ বিচার দিনে পার হতে পারবে না। তাই আল্লাহ রাসুল (স:) ভালোবাসা সকলের জন্য জরুরী বা ফরয। তিনি শ্রোতাদেরকে ওলিদের সাথে থাকার আহ্বান জানিয়ে বলেন, যারা ওলিদের সাথে থাকে বা চলে তারাও ওলি হয়ে যায়। আল্লামা শিঙ্গাইরকুড়ী (র.) সত্যিকারের ওলি। তিনি যে সকল কাজকর্ম করে যাচ্ছেন, আমি তাঁর সুনাম শুনে এখানে এসেছি। সকাল ১০টা থেকে শুরু হওয়া অনুষ্ঠানে আল্লামা লুৎফুর রহমান চৌধুরী পীর সাহেবের সভাপতিত্বে পবিত্র কালামে পাক থেকে তিলাওয়াত করেন বিশ্ব নন্দিত ক্বারী শেখ আহমদ বিন ইউসুফ আল-আজহারীম, তরবিয়ত প্রদান করেন, মাঃ ফজলুর রহমান সাহেবজাদায়ে সিঙ্গাইরকুড়ী বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আরব আমিরাতের সাবেক বিচারপতি শায়খুল হাদিস আল্লামা হাবিবুর রহমান, শায়খুল হাদিস আল্লামা সারিমুল হক ভারতী, আল্লামা ছালিক আহমদ সৎপুরী, মাওঃ শিহাব উদ্দিন খান আমেরিকা, আল্লামা মুফতি শাহ আলম, মাওঃ ফয়েদ আহমদ শায়খে ভারতী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কানাডা আ’লীগের সাবেক সভাপতি সারোয়ার হোসেন, জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ, জেলা আ’লীগের সহ সভাপতি মাসুক উদ্দিন আহমেদ, বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান খান, চেযারম্যান বেলাল আহমদ, আবু তাহির, ৩নং কাজলশাহ ইউপির সাবেক চেয়ারম্যান রশিদ বাহাদুর, আঞ্জুমানে আল ইসলাহ জকিগঞ্জ উপজেলার সহ সভাপতি মস্তাক আহমদ, ফাতাশা দাখিল মাদ্রাসার সুপারেন্টেন মাসুম খান চৌধুরী, মাওঃ আলিম উদ্দিন, সারোয়ারে জাহান, মাওঃ আব্দুল হাকিম।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়