নিজস্ব প্রতিবেদক:
ঐতিহ্যবাহী কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান ২০১৮ শনিবার সকাল সাড়ে ১০টায় স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত বিভিন্ন ইভেন্টে স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে নৈপূণ্য দেখিয়ে সবাইকে মুগ্ধ করেন। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুষেন রঞ্জন তালুকদারের সভাপতিত্বে ও সহকারী শিক্ষিকা সাবিনা ইয়াসমিনের উপস্থাপনায় বিকেল ৩টায় প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ। মাঠে বসে অতিথি হিসাবে বার্ষিক ক্রীড়া উপভোগ করেন স্কুলের অভিভাবক কানাইঘাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সিরাজুল ইসলাম খোকন, পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর বিলাল আহমদ, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, কাবের সদস্য আমিনুল ইসলাম, শাহীন আহমদ, আলা উদ্দিন, মুমিন রশিদ। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, স্কুলের ক্রীড়া শিক্ষক ব্রজ মোহন সিংহ, সহকারী সিনিয়র শিক্ষক হোসেইন আহমদ, আবুল কালাম, আব্দুশ শুক্কুর, সমর চন্দ্র মালাকার, নাসিমা বেগম, অফিস সহকারী তসলিমা বেগম প্রমুখ।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
শিক্ষাঙ্গন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়