Thursday, January 4

কানাইঘাট মনসুরিয়া মাদ্রাসার সাবেক ভাইস প্রিন্সিপাল মাওঃ হুসাইন আহমদের দাফন সম্পন্ন


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট মনসুরিয়া কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আল্লামা মরহুম আব্দুর রব কাসিমী পিল্লাকান্দি (রঃ) এর বড় ছেলে মনসুরিয়া কামিল মাদ্রাসার সাবেক ভাইস প্রিন্সিপাল করিমুল ফয়েজ মাওলানা হুসাইন আহমদ আর নেই( ইন্নানিল্লাহি...........রাজিউন)। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে নিজ বাড়ী নয়াতালুক গ্রামে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ২ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বৃহস্পতিবার বাদ আসর মাওলানা হুসাইন আহমদের জানাযার নামাজ মনসুরিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। জানাযায় সাবেক সাংসদ অধ্যক্ষ মাওঃ ফরিদ উদ্দিন চৌধুরী, পৌর মেয়র নিজাম উদ্দিন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ হাজারো মানুষ শরীক হন। জানাযা শেষে মরহুমের লাশ তাঁর পারিবারিক গুরুস্থানে দাফন করা হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়