Sunday, January 7

কানাইঘাটে জমিয়তে উলামার কাউন্সিল মঙ্গলবার


নিজস্ব প্রতিবেদক: আগামী ৯ জানুয়ারী মঙ্গলবার দুপুর ১২টায় কানাইঘাট আল-রিয়াদ সেন্টারে জমিয়তে উলামা বাংলাদেশ কানাইঘাট উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হবে কাউন্সিল অধিবেশন ও বিশাল কর্মী সম্মেলন। সম্মেলনে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন জমিয়তে উলামার প্রধান উপদেষ্টা আল্লামা মোহাম্মদ বিন ইদ্রিস লক্ষীপুরী। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জমিয়তে উলামার কেন্দ্রীয় আমীর আল্লামা আলিমুদ্দীন দুর্লভপুরী। এদিকে কাউন্সিল ও সম্মেলনকে সামনে রেখে নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। উপজেলা ব্যাপী চলছে ব্যাপক প্রচারণা। রোববার কানাইঘাটের বিভিন্ন প্রতিষ্ঠানে সংগঠনের নেতাকর্মীরা মোটর সাইকেল যোগে নিজ চাউরা মাদ্রাসা, সুরইঘাট দারুল আরকম মাদ্রাসা, বড়বন্দ মাদ্রাসা, বড়বন্দ মহিলা মাদ্রাসা, চতুল ঈদগাহ মাদ্রাসা, সরুফৌদ মাদ্রাসা, মালিগ্রাম মাদ্রাসা সহ বেশ কয়েকটি মাদ্রাসায় প্রচারনা ও গণ সংযোগ করেন। প্রচারনাকালে উপস্থিত ছিলেন, জমিয়তে উলামা কানাইঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওঃ ক্বারী হারুনুর রশিদ চতুলী, জমিয়তে উলামা নেতা মাওঃ হাফিজ নজির আহমদ, মাওঃ বদরুল ইসলাম আল ফারুক, মাওঃ ফয়জুল বারী, ছাত্রনেতাদের মধ্যে ছিলেন, গোলাম কিবরিয়া, জুনেদ আল হাবিব, মোহাম্মদ উল্লাহ, সাহেদ আহমদ, ওলি উল্লাহ, সুয়াইব আহমদ, মারুফ আহমদ, ইসমাইল, কামাল আহমদ প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়