Tuesday, January 16

কানাইঘাট বাণীগ্রাম ইউপি আ'লীগের বর্ধিত সভা ! ইকবাল ও বাবলু আ’লীগের কেউ নয়


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট ৭নং দক্ষিণ বানীগ্রাম ইউপি আ’লীগের এক বর্ধিত সভা গত ৩১ডিসেম্বর বিকেল ৩টায় দলের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ইউপি আ’লীগের সভাপতি মাষ্টার সিরাজ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুনুর রশিদের পরিচালনায় বর্ধিত সভায় কার্যনির্বাহী কমিটির সদস্যদের উপস্থিতিতে সভায় দলের সাংগঠনিক কার্যক্রম আরো শক্তিশালী করার জন্য বিভিন্ন সিন্ধান্ত গ্রহণ করা হয়। সেই সাথে সভায় সর্বসম্মতিক্রমে বানীগ্রাম ইউপির বানীগ্রামের সিরাজুল হকের পুত্র ইকবাল আহমদ একই গ্রামের ছিফত উল্লাহর পুত্র বাবলু এলাকায় আ’লীগের নাম ব্যবহার করে নানা ধরনের অসামাজিক কার্যকলাপের সাথে লিপ্ত থাকায় দলের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে উল্লেখ করে ইকবাল আহমদ ও বাবলু ইউপি আ’লীগ ও সংগঠনের কোন ওয়ার্ড অথবা উপজেলা আ’লীগের কোন কমিটিতে তাদের নাম নেই এবং তারা কোনদিন আ’লীগের রাজনীতির সাথে জড়িত ছিল না, এদের সাথে আওয়ামী পরিবারের কেউ সম্পর্ক না রাখার জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয় সভায়। সেই সাথে আ’লীগ নামধারী ইকবাল আহমদ ও বাবলু এলাকায় কোন ধরনের সমাজ বিরোধী কর্মকান্ডের সাথে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আইন শৃঙ্খলা বাহিনীরি প্রতি আহ্বান জানানো হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়