Tuesday, January 16

কানাইঘাটে দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট বিষ্ণুপুর যুব সমাজের উদ্যোগে ১ম এ্যাপোলো দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান সোমবার সন্ধ্যা ৭টায় বিষ্ণুপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। খেলা পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে ও সদস্য আজিজুলের পরিচালনায় উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ। টুর্নামেন্টে উদ্বোধক ছিলেন কানাইঘাট পৌর আ’লীগের আহবায়ক জামাল উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- কানাইঘাট পৌর আ’লীগের যুগ্ম আহবায়ক খলিলুর রহমান, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক আব্দুন নুর। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কানাইঘাট প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আলা উদ্দিন, আমিনুল ইসলাম, শাহীন আহমদ, মুমিন রশিদ, যুব নেতা আলমগীর হোসেন, ছাত্র নেতা জামিল আহমদ জুয়েল, সাহেদ আহমদ, রহমত উল্লাহ, রেজাউল করিম আফজল, আব্দুল্লাহ আল মাহমুদ প্রমুখ। মাসব্যাপী এ দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধনী খেলায় ৪টি দল অংশগ্রহণ করে কানাইঘাট থানা পুলিশ ও ভাটিদিহি ষ্টার লাইট দল দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হয়। খেলা শেষে বিজয়ীদের হাতে ম্যান অব দ্যা ম্যাচের পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ। প্রধান অতিথি ওসি আব্দুল আহাদ টুর্নামেন্ট সফল ভাবে সম্পন্ন হওয়ার জন্য খেলা পরিচালনা কমিটির নেতৃবৃন্দকে থানা পুলিশের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়