Thursday, January 25

'পদ্মাবত' মুক্তির আগেই বাগদান সেরে ফেললেন নাকি দীপিকা!

6.jpg

কানাইঘাট নিউজ ডেস্ক :
বিরাট কোহলি এবং অানুষ্কা শর্মার পরই নাকি বাগদান পর্ব সেরেছেন রণবীর সিং-দীপিকা পাডুকন। শ্রীলঙ্কায় ছুটি কাটাতে গিয়েই নাকি রণবীরের সঙ্গে আংটি বদল সেরে ফেলেছেন দীপিকা।

রণবীরের বাবা-মা নাকি শ্রীলঙ্কায় হাজির হয়ে হবু বউমাকে শাড়ি এবং হিরের গয়না উপহার দিয়েছেন। বেশ কিছুদিন ধরে এমনই সব গুঞ্জন শোনা যচ্ছিল। কিন্তু বিষয়টি নিয়ে মুখ খুলছিলেন না রণবীর-দীপিকার কেউই। কিন্তু, এবার বিষয়টি নিয়ে খোলসা করলেন দীপিকা নিজেই।

সম্প্রতি নেহা ধুপিয়ার একটি শো-এ হাজির হয়েছিলেন দীপিকা পাডুকোন এবং তার বোনের আনিশা পাডুকোন। সেখানেই বলিউডের ‘বেস্ট কিসার’ হিসেবে কার নাম নেবেন বলে প্রশ্ন করা হলে, দীপিকা সটান রণবীর সিং-এর উল্লেখ করেন।

এরপরই তাকে জিজ্ঞাসা করা হয়, বাগদান নিয়ে। রণবীর সিং-এর সঙ্গে কি বাগদান হয়েছে? এমন প্রশ্ন করা হলে, প্রথমে হেসে লুটিয়ে পড়েন দীপিকা। এরপর হাত দেখিয়ে স্পষ্ট জানান, রণবীর কেন, কারও সঙ্গেই আংটি বদল হয়নি তার। সূত্র: জি নিউজ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়