নিজস্ব প্রতিবেদক:
প্রাথমিক শিক্ষা সিলেট বিভাগের উপ-পরিচালক তাহমিনা খাতুন বলেছেন,প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা হচ্ছেন জাতি গঠনের কারিগর। আর আদর্শ শিক্ষকরা হচ্ছেন সমাজের বাস্তব প্রতিচ্ছবি। একজন নিষ্ঠাবান শিক্ষকই পারেন একটি এলাকার সার্বিক শিক্ষার পরিবর্তন করতে। তাদেরই একজন হচ্ছেন কানাইঘাটের শিক্ষক সমাজের অহংকার নিষ্ঠাবান সদালিপি কোমলমতি শিক্ষার্থীদের প্রাণের স্পন্দন প্রবীন শিক্ষক আলী আহমদ। তিনি তাঁর কর্মদক্ষতায় এলাকাবাসীর মন যেমন জয়লাভ করতে পেরেছেন, সেই সাথে অসংখ্য শিক্ষার্থীদের দেশ ও জাতির কর্ণধার হিসাবে গড়ে তোলার অগ্রণী ভূমিকা পালন করেছেন তিনি। তাহমিনা খাতুন রবিবার সকাল ১১টায় কানাইঘাট বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলী আহমদের চাকরি জনীত বিদায় উপলক্ষ্যে স্কুল প্রাঙ্গণে আলী আহমদ সংবর্ধনা পরিষদের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। স্কুল ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব আবু লেইছ চৌধুরীর সভাপতিত্বে ও স্কুলের প্রাক্তন শিক্ষার্থী মাষ্টার আব্দুল করিমের পরিচালনায় উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা সিলেট বিভাগের সহকারী উপ-পরিচালক মোঃ কামরুল ইসলাম, সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী শিক্ষা অফিসার হাসিনা ইয়াসমিন, সংবর্ধিত অতিথি আলী আহমদ, আলী আহমদ সংবর্ধনা পরিষদের সভাপতি চিত্রশিল্পী ভানু লাল দাস, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শাহীন মাহবুব, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মামুনুর রশিদ চৌধুরী, উপজেলা প্রাথমিক সরকারি প্রধান শিক্ষক সমিতির সভাপতি আব্দুল লতিফ, পৌর আ’লীগের যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান, সহকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি খাজা আজির উদ্দিন, কেন্দ্রীয় প্রাথমিক শিক্ষক সমিতির সদস্য আনোয়ার হোসেন। বক্তব্য রাখেন, ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হবিব আহমদ, বর্তমান কাউন্সিলর শাহাব উদ্দিন, সংবর্ধনা কমিটির সাধারণ সম্পাদক স্কুলের প্রধান শিক্ষক শাহাব উদ্দিন, সহকারী শিক্ষক কবির আহমদ, আজির উদ্দিন, প্রাক্তন শিক্ষার্থী ইয়াহিয়া তানজীল, মানপত্র পাঠ করেন, স্কুলের সহকারি শিক্ষিকা আখিঁ রানী দাস। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং সূধীজন উপস্থিতিতে বিদাীয় শিক্ষক আলী আহমদের হাতে সম্মাননা স্বরূপ ক্রেস্ট ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়