Tuesday, January 2

পাকিস্তান আমাদের সাথে ‘গাদ্দারি’ করছে: ট্রাম্প

কানাইঘাট নিউজ ডেস্ক:
এবার পাকিস্তানের ওপর বেশ চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অভিযোগ এনেছেন, যেসব সন্ত্রাসীদের তাড়া করছে যুক্তরাষ্ট্র, সেই সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে পাকিস্তান। অথচ সেই পাকিস্তানকেই প্রতি বছর মোটা অঙ্কের অর্থ সাহায্য দেয়া হয় আফগানিস্তানে সন্ত্রাসীদের ধরতে। পাকিস্তান মূলত গাদ্দারি করছে। নিজের টুইটার একাউন্টে এক বার্তায় এমন ক্ষোভ ঝাড়েন ট্রাম্প।
এদিকে সম্প্রতি নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানায়, সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে পাকিস্তান কার্যকর অভিযান পরিচালনা না করায় দেশটির জন্য বিলম্বে বরাদ্দকৃত ২৫৫ মিলিয়ন ডলার প্রত্যাহার করার বিষয়টি ট্রাম্প প্রশাসন বিবেচনা করছে। খবর:সিএনএন
ট্রাম্প টুইট বার্তায় লেখেন, ‘যুক্তরাষ্ট্র গত ১৫ বছর ধরে বোকার মতই পাকিস্তানকে ৩৩ বিলিয়ন ডলার দিয়েছে। তার বদলে তাঁরা আমাদের কিছুই দেয়নি বরং মিথ্যে বলেছে, গাদ্দারি করেছে, সন্ত্রাসীদের আশ্রয় দিয়েছে।’
অপরদিকে এই পরিস্থিতিতে ট্রাম্পের এমন বার্তা সুনিশ্চিত ভাবেই পাক সরকারের জন্য বিপাকের কারণ। এমনিতেই ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে পাক-মার্কিন সম্পর্কের অবনতি তলানিতে গিয়ে ঠেকেছে। এবার এই বার্তায় নড়েচড়ে বসবে পাক সরকার।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়