Saturday, January 20

প্রধানমন্ত্রীর জনসভা সফলের লক্ষ্যে কানাইঘাট পৌর আ.লীগের প্রস্তুতি সভা


নিজস্ব প্রতিবেদক: আগামী ৩০ জানুয়ারী আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট আলিয়া মাদ্রাসার জনসভা সফল করার লক্ষ্যে কানাইঘাট পৌর আওয়ামীলীগের উদ্যোগে এক প্রস্তুতি সভা শনিবার সন্ধ্যে ৭টায় কানাইঘাট ডাক বাংলোয় অনুষ্ঠিত হয়। পৌর আওয়ামীলীগের আহবায়ক জামাল উদ্দিনের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক কেএইচএম আব্দুল্লাহর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক যথাক্রমে, খলিলুর রহমান, নাসির আহমদ, নাজমুল ইসলাম হারুন, সাহেদ আহমদ প্রমুখ। কার্যনির্বাহী কমিটির সদস্যদের উপস্থিতিতে ৩০ জানুয়ারি প্রধানমন্ত্রীর জনসভায় পৌর আওয়ামীলীগের নেতৃত্বে বিশাল মিছিল সহকারে যোগদানের লক্ষ্যে আগামী ২৬ জানুয়ারি শুক্রবার বিকেল ৪টায় পৌর আওয়ামীলীগের ৯টি ওয়ার্ডের সকল নেতাকর্মীদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হবে। সভায় দলের সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য পৌর আ’লীগ নেতৃবৃন্দ আহবান জানিয়েছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়