Thursday, January 11

কানাইঘাটে উন্নয়ন মেলা শুরু


নিজস্ব প্রতিবেদক: সারাদেশের ন্যায় কানাইঘাট উপজেলা প্রশাসন চত্ত্বরে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশজুড়ে উন্নয়ন মেলার উদ্বোধন করেন। উন্নয়ন মেলা উপলক্ষ্যে কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল সাড়ে ১১টায় এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীতে নেতৃত্ব দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, সহকারী কমিশনার (ভূমি) লুসিকান্ত হাজং, থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ, জেলা আ’লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সাতবাঁক ইউপির চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ, উপজেলা আ’লীগের যুগ্ম আহ্বায়ক রফিক আহমদ, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি চেয়ারম্যান জেমস লিও ফারগুশন নানকা, বাণীগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, বড়চতুল ইউপি চেয়ারম্যান মাওঃ আবুল হোসেন, উপজেলা প্রকৌশলী রিয়াজ মাহমুদ, কৃষি কর্মকর্তা কাজী আনোয়ার হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা সাধন চন্দ্র দত্ত, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবুল হারিছ, বিট কর্মকর্তা শহীদুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারিকুল ইসলাম সহ প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা র‌্যালীতে অংশ নেন। পরে উন্নয়ন মেলার ৩০টি স্টল ঘুরে দেখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী ও নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়